মক্কায় মৃত্যু কাছাড়ের হজযাত্রীর

বরাক তরঙ্গ, ৯ জুন : পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় মৃত্যু হল শিলচর তারাপুর ষষ্ঠ খণ্ডের জসির উদ্দিন মজুমদার নামে এক হজযাত্রীর। তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে এবার পবিত্র হজ পালন করতে পবিত্র মক্কা ভূমিতে গিয়েছিলেন। ভারতীয় সময় মতে রবিবার সকালে মৃত্যু ঘটে জসির উদ্দিন মজুমদারের।  বয়স হয়েছিল ৫৮। রেখেগেছেন স্ত্রী, চার ছেলে, এক মেয়ে ও দুই ভাই সহ অসংখ্য আত্মীয়স্বজন।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে শোকের ছায়া নেমে এসেছে পরিচিত মহলে। খবর পেয়ে মানুষ জোড়ো হয়েছেন প্রয়াত জসির উদ্দিন মজুমদারের শিলচর তোপখানা তারাপুরস্থিত বাড়িতে। উল্লেখ্য,পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কায় মৃত্যু হওয়া জসির উদ্দিন মজুমদার ছিলেন বেশ ধার্মিক ও মৃদ্যুভাষী। পেশা ছিলেন একজন ব্যবসায়ী।

মক্কায় মৃত্যু কাছাড়ের হজযাত্রীর

এদিকে শোক ব্যক্ত করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বড়খলা  বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, কাছাড় জেলা জমিয়ত উলামার সভাপতি মওলানা মাহমদুল হাসান, কাছাড় জেলা এআইইউডিএফ সভাপতি আলহাজ সামিনুল হক বড়ভূইয়া, জেলা অগপ সভাপতি কবির আহমেদ বড়ভূইয়া, তোপখানা জিপির প্রাক্তন এপি সদস্য জসিম উদ্দিন লস্কর ,প্রাক্তন জিপি সভাপতি মিয়া খান, প্রাক্তন জিপি সভাপতি সভাপতি নুর আহমেদ বড়ভূইয়া এবং তরুণ সমাজকর্মী হাফিজ ইব্রাহিম আহমেদ বড়ভূইয়া সহ অন্যান্যরা।

Author

Spread the News