ভাগায় সেতুর নিচে নদীতে বাহন, ছড়িয়ে রয়েছে মৃতদেহ, সফল মকড্রিল
রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১৯ ডিসেম্বর : ভাগা বাজারে সেতুর নিচে নদীতে চার চাকার বাহন, ছড়িয়ে রয়েছে মৃতদেহ। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে সেটা কোন দুর্ঘটনা নয় একটি ঘটনা। পুরো ঘটনাটি পূর্ব পরিকল্পিত অর্থাৎ মকড্রিল। বৃহস্পতিবার অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং সহযোগিতায় কাছাড় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের আয়োজিত কাছাড় জেলায় বন্যা দুর্যোগ প্রস্তুতির উপর একটি রাজ্যস্তরের মক এক্সারসাইজ ছিল। যাঁরা জানেন তাঁরা আনন্দ নিয়েছেন। অজানা লোকরা আতঙ্কিত হয়ে পড়েন। কী ভাবে ঘটেছে তার খোঁজ নিতে শুরু করেন। বিশেষ করে ওই এলাকার সাংবাদিকরা বিপাকে পড়েছিলেন। একের পর এক ফোন পৌঁছে তাঁদের কাছে। যখন মকড্রিল বলে জানা যায় তখন স্বস্তি আসে।
এ দিনের মকড্রিলে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, রাজ্য সরকারের একাধিক সংস্থার প্রতিনিধিরা যেমন সেনাবাহিনী, আসাম রাইফেলস, সিআরপিএফ এবং বিএসএফ সহ বিভাগ/এজেন্সিগুলি মহড়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এই দৃশ্যপটে রিয়েল-টাইম রিসোর্স মোবিলাইজেশন, উচ্ছেদ ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা এবং যোগাযোগ কৌশল জড়িত ছিল। ইভেন্টটি দুর্যোগ ব্যবস্থাপনায় মাল্টি-এজেন্সি সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে এবং বাস্তব জীবনের জরুরী পরিস্থিতির জন্য প্রস্তুতি নিশ্চিত করার জন্য পর্যায়ক্রমিক মহড়ার প্রয়োজনীয়তার উপর জোর দেয়।