মাতৃভূমি-র কোয়ার্টারে টিএইচবি আর্জানপুর
কে দাশ, ধলাই।
বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : মাতৃভূমি কাপের কোয়ার্টার ফাইনালে উঠলো টিএইচবি আর্জানপুর এফসি। শনিবার ধলাইর বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমি-র উদ্যোগে স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ ওয়াইএমসিএ দলকে ৪-১ গোলের ব্যবধানে পরাস্ত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো আর্জানপুর।
এদিন প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকে টিএইচবি আর্জানপুর এফসি। প্রথমার্ধের ৩, ৮ ও ১০ মিনিটে নিজ দলের জন্য গোল করেন তাহির, আবিদুর ও নূরজামাল। ম্যাচের দ্বিতীয়ার্ধে উত্তেজনার পারদ তুঙ্গে উঠে, লড়াই হয় হাড্ডাহাড্ডি। দ্বিতীয়ার্ধে ওয়াইএমসিএ দলের পক্ষে গোলের ব্যবধান কমানোর চেষ্টা করা হয়, গোল করেন সত্যজিৎ সিংহ, খেলার ৬৫ মিনিটে। অপরদিকে টিএইচবি আর্জানপুর এফ.সি দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে আরেকটি গোল করতে সক্ষম হয়। গোল করেন নূরজামাল এবং এটি ছিল আজকের খেলায় তার দ্বিতীয় গোল।
এদিন ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ওয়াইএমসিএ দলের খেলোয়াড় লাম থাইবু সিংহ। তার হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি বিএনএমপি এইচএস স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী, মথুরাপুর প্রেস ভাইটারিয়ান ইংলিশ স্কুল পরিচালন সমিতির সভাপতি এভার খাসিয়া, সমাজসেবী অজয় লস্কর ও বিধানচন্দ্র পাল, ধলাই জিপি সভানেত্রী গৌরী পাল।
এদিন খেলা পরিচালনা করেন শামিম আহমেদ লস্কর, কমরুজ্জামান লস্কর, প্রবীণ বর্মণ ও ইজাজ আহমেদ। রবিবার ‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলায় আব্রা স্টিল ইসলামাবাদ মোকাবিলা করবে ভাগা এফসি দলের বিরুদ্ধে, একথা জানান আয়োজক মাতৃভূমি-র ক্রীড়া সম্পাদক পিংকু বর্মণ।