দারুল উলুম ফয়জানে রেজা মাদ্রাসায় দারুল কিরাত সমাপ্তি অনুষ্ঠান ও ইফতার মহফিল
বরাক তরঙ্গ, ২৮ মার্চ : প্রতিবছরের ন্যায় এবারও শিলচর রংপুর বাহাদুরপুর স্থিত দারুল উলুম ফয়জানে রেজা মাদ্রাসায় দারুল কিরাত সমাপ্তি অনুষ্ঠান ও ইফতার মহফিল অনুষ্ঠিত হয় শুক্রবার। এদিনের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দারুল উলুম ফয়জানে রেজা মাদ্রাসার প্রধান শিক্ষক মওলানা গুল আহমদ আল কাদেরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মওলানা মহি উদ্দিন (রংপুরী)।

এদিন প্রথমে এ বছরের দারুল কেরাতে অংশগ্ৰহন করা প্রায় ১১০ জন ছাত্রদের বিদায় জানানো হয় এবং পুরস্কার বিতরণ করা হয়। তাছাড়া তিনজন ছাত্র কারিয়ানা বিষয়ে পাশ করা ছাত্রদের পাগড়ি প্রধান করা হয়। পাশাপাশি মাদ্রসা থেকে ৫ জন ছাত্রকে সংবর্ধনা জানানো হয়।

এদিন মাদ্রাসার ছাত্ররা মাদ্রসার শিক্ষকদের সম্মাননা প্রদান করেন এবং উপহার তুলে দেন। এদিনের ইফতার মহফিল অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসলমানরা অংশ গ্রহণ করেন। শেষে বিশ্ব শান্তির কামনায় দোয়া করেন মওলানা মুহি উদ্দিন রংপুরী।