কৃতী তিন ছাত্রকে সংবর্ধনা দক্ষিণ করিমগঞ্জ হাফিজিয়া মাদ্রাসার

বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : দক্ষিণ করিমগঞ্জ হাফিজিয়া মাদ্রাসার (তাতিরবন্দ, আছিমগঞ্জ) তিন কৃতী শিক্ষার্থী সহ মাদ্রাসার শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়। মাদ্রাসার সভাপতি কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে মাদ্রাসার সভার প্রথমে মাদ্রাসার সম্পাদক জামাল উদ্দিন উদ্দেশ্য ব্যাখ্যার সঙ্গে সঙ্গে ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যৎ কমনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আছিমিয়া টাইটাল মাদ্রাসার প্রাক্তন মুহাদ্দিস সৈয়দ জামিলুর রহমান, আছিমগঞ্জ গেট জামে মসজিদের ঈমাম মওলানা মুস্তাফা আহমেদ, আছিমগঞ্জ-কানাইবাজার সমবায় সমিতির চেয়ারম্যান কাজী খয়রুল হক, আমসু-র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক ও সিমান্ত সম্পাদক কাজী সাদিক আখতার, মওলানা এটিএম জাকারিয়া, মাদানি জুনিয়র কলেজের শিক্ষক মওলানা নাজির হুসেন, মাদ্রাসার হেড মওলানা মস্তুফা মোশাররফ, মাদ্রাসার শিক্ষক সুহেল আহমেদ, মওলানা নাজির হোসেন, মাদ্রাসা কমিটির সদস্য হুসেন আহমেদ, বিশিষ্ট সমাজসেবী জুবের আহমদ প্রমুখ।

উল্লেখ্য, রাজ্য ভিত্তিক বাঁশকান্দি মাদ্রাসায় মোসাবাকাতুল কোরান প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে দক্ষিণ করিমগঞ্জ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র সাকির হুছাইন, তার সঙ্গে সাকির হুসেন সারা ভারত মোসাবাকাতুল কোরান প্রতিযোগিতায় আগামী ডিসেম্বর মাসের ২২, ২৩, ২৪ তারিখ মহারাষ্ট্রে স্থান পেয়েছে। এদিকে করিমগঞ্জ জেলার টুকেরবাজারে জেলা ভিত্তিক হুসেন আহমেদ মাদানি মোসাবাকাতুল কোরান প্রতিযোগিতায় দক্ষিণ করিমগঞ্জ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র জবরুল ইসলাম দ্বিতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছে, ঠিক তদ্রুপ ভাবে ঐ মাদ্রাসার আর এক ছাত্র বাহারুল ইসলাম তৃতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। দক্ষিণ করিমগঞ্জ মাদ্রাসায় অত্র মাদ্রাসার আয়োজনে ছাত্র তথা মাদ্রাসার শিক্ষকদের জমকালো সংবর্ধনা প্রদান করা হয়। প্রথম স্থান অর্জন করা সাকির হুসেনকে নগদ হাদিয়া চার হাজার সহ গামছা, পাঞ্জাবি ও একটি সম্মানপত্র দিয়ে সম্মাননা প্রদান করা হয়। দ্বিতীয় স্থান অর্জন করা জবরুল ইসলামকে নগদ হাদিয়া তিন হাজার সহ গামছা, পাঞ্জাবি ও একটি সম্মান পত্র দিয়ে সম্মাননা প্রদান করা হয়। তৃতীয় স্থান অর্জন করা বাহারুল ইসলামকে নগদ হাদিয়া তিন হাজার সহ গামছা, পাঞ্জাবি ও একটি সম্মান পত্র দিয়ে সম্মাননা প্রদান করা হয়েছে। ছাত্রদের হাতে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি মওলানা সৈয়দ জামিলুর রহমান। শেষে সভাপতি কাজী আতিকুর রহমান মাদ্রাসা উন্নতি কামনা ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News