কৃষ্ণপুরে সিলিন্ডার বোঝাই লরির পেছনে ধাক্কা দ্রুতগামী যাত্রীবোঝাই সুমোর
বরাক তরঙ্গ, ২ জুলাই : শিলচর-কালাইন রোডের রানিঘাট কৃষ্ণপুরে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। বুধবার শিলচর-কালাইন রানিঘাট কৃষ্ণপুর এলাকায় দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা যায় সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা মারে দ্রুতগামী যাত্রীবোঝাই এক সুমো গাড়ি।
সুমো গাড়িটি গুয়াহাটি থেকে মিজোরাম যাওয়ার সময়ে এই পথ দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনাটি দেখে স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।