ঘূর্ণিঝড় ‘ডানা’, কাল আছড়ে পড়বে, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস

২৩ অক্টোবর : বুধবার থেকেই শুরু তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়া। আজ সকালে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘ডানা’য় পরিণত হবে।বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে তা আছড়ে পড়বে ওড়িশার পুরী ও সাগরদ্বীপের মাঝে। ঘূর্ণিঝড় ‘ডানা’র ঝাপটে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গেও।

বিশেষত উপকূলবর্তী এলাকায়। আজ থেকেই উপকূলবর্তী একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারি বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হবে। সেইসঙ্গে ঘণ্টায় ৪০ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। ওই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার সন্ধে থেকে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় ভারি বৃষ্টিপাত হবে।

ঘূর্ণিঝড় 'ডানা', কাল আছড়ে পড়বে, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস

আজ বাকি ১১টি জেলা কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ২৪ তারিখ, বৃহস্পতিবার দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতায় অতি ভারি বৃষ্টিপাত হবে।

২৫ তারিখ, শুক্রবার বাঁকুড়া, হাওড়া, হুগলিতে অতি ভারি বৃষ্টিপাত হবে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাতে বৃহস্পতিবার সন্ধ্যার পর হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার থাকবে। এছাড়াও কলকাতা, ঝাড়গ্ৰাম, হুগলিতেও বইবে ঝোড়ো হাওয়া।

ঘূর্ণিঝড় 'ডানা', কাল আছড়ে পড়বে, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস

বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে কোথাও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাই সতর্কতা জারি হয়নি উত্তরবঙ্গে।
খবর : আজকাল ডট ইন।

Author

Spread the News