ঘূর্ণিঝড় মিগজাউম : চেন্নাইয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭

৬ ডিসেম্বর : ঘূর্ণিঝড় মিগজাউম নিয়ে আগেই সতর্কতা জারি করেছিল প্রশাসন। ভারী থেকে অতি ভারী বৃষ্টির চূড়ান্ত সতর্কতা জারি করা হয় তামিলনাড়ুর উপকূলীয় জেলাগুলির পাশাপাশি চেন্নাইয়েও। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগে থেকেই তুমুল বৃষ্টি শুরু হয় চেন্নাই-অন্ধ্র উপকূলে। গত দু’দিনের ভারী বৃষ্টিতে বিধ্বস্ত চেন্নাই। ঝড়বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭।

গত দুদিনের ভারী বৃষ্টিতে বিধ্বস্ত চেন্নাই। রাস্তাঘাট ভেসে গেছে, উপড়ে পড়েছে গাছপালা, বিদ্যুতের খুঁটি ভেঙে বিপর্যয় নেমেছে। বহু এলাকায়  নেই বিদ্যুৎ।

অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার পরে দুর্বল হয়েছে মিগজাউম। মৌসন ভবন জানিয়েছে, বাপতালা থেকে ১০০ কিমি উত্তর-পশ্চিমে ও খাম্মান থেকে ৫০ কিমি দক্ষিণে অবস্থান করছে ঘূর্ণিঝড়। এর অভিমুখ উত্তর-পশ্চিম দিকে। ধীরে ধীরে গভীর নিম্নচাপে বদলে যাবে ঘূর্ণিঝড়।

মিগজাউমের প্রভাবে ক্ষয়ক্ষতি বিস্তর হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, ৩ এবং ৪ ডিসেম্বরে চেন্নাইয়ের বেশির ভাগ জায়গায় ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। যা ২০১৫ সালের বন্যার পর এই প্রথম। ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে চেন্নাই, কাঞ্চিপুরম, তিরুভাল্লুর এবং চেঙ্গলপেটে জেলাতে। কোট্টুরপুরম, মুথিয়ালপেট, তাম্বারম, অশোকনগর, কাট্টুপক্কম, পেরুনগুড়ির মতো শহরের বেশির ভাগ এলাকা কয়েক ফুট জলের তলায় চলে গেছে। সূত্র : উত্তরবঙ্গ সংবাদ, দ্য ওয়াল।

Author

Spread the News