ঘূর্ণিঝড় : ধসে পড়ছে ভূমি, ডিমা হাসাও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা

বরাক তরঙ্গ, ২৮ মে : ঘূর্ণিঝড় রেমালের ব্যাপক প্রভবে পড়ে ডিমা হাসাও জেলায়। ভারী বৃষ্টিতে একাধিক স্থানে পাহাড় ধসে নেমে এসেছে। জানা যায়, জাটিঙ্গায় ধসে ধেয়ে নিয়ে যায় সড়ক। ভেসে যায় একটি লরিও। যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দমকা হাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে জেলাকে।

এদিকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জাটিঙ্গা ও হারাঙ্গাজাওর মাঝে ১৪ নম্বর সুড়ঙ্গে জল জমা হলে ট্রেন চলাচল বর্তমানে বন্ধ রাখা হয়।

ঘূর্ণিঝড় : ধসে পড়ছে ভূমি, ডিমা হাসাও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা

ডিমা হাসাও- হাফলং-এর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ, আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র, গুয়াহাটি থেকে প্রাপ্ত সতর্কতা অনুসারে, প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ যা উত্তর বঙ্গোপসাগরের উপর বিকশিত হয়েছে এবং উত্তর দিকে অগ্রসর হচ্ছে,  সমগ্র অসমে ২৭ মে থেকে ২৯ মে পর্যন্ত প্রবল বাতাস এবং ভারী বৃষ্টিপাত হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

ঘূর্ণিঝড় : ধসে পড়ছে ভূমি, ডিমা হাসাও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা

গুরুতর পরিস্থিতির  বিবেচনায় এবং জানমালের ক্ষয়ক্ষতি রোধে ডিমা হাসাওএর,  জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (ডিডিএমএ) চেয়ারম্যান কাম জেলা কমিশনার দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2005 এর ধারা 30(2)(V) এবং 30 (2)(XVIII) এর অধীনে সীমাবদ্ধতার নিষেধাজ্ঞা দিয়ে জানিয়েছেন যে  ২৮শে মে রাত ৮টা থেকে ১ জুন তারিখ পর্যন্ত জাটিঙ্গা হারাঙ্গাজাও স্ট্রেচে ভারী বাণিজ্যিক যানবাহন চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। বাণিজ্যিক যানবাহনের জন্য বিকল্প রুট: বরাক উপত্যকা এবং তার বাইরের জন্য নির্ধারিত সমস্ত ভারী বাণিজ্যিক যানবাহনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মেঘালয়ের মাধ্যমে  রুট করার জন্য অনুরোধ করা হয়েছে। কৃষি, পূর্ত-বিদ্যুৎ, সেচ, মৃত্তিকা সংরক্ষণ, পশু চিকিৎসা ও পশু পালন বিভাগ তাদের ফিল্ড পর্যায়ের কর্মীদের সতর্ক থাকতে এবং পুনরুদ্ধার কাজ গ্রহণের জন্য দায়িত্ব থাকবে বলে জানানো হয়েছে।

জনসাধারণকে বৃষ্টির সময় বাড়ির ভিতরে থাকার জন্য অনুরোধ করা হয়েছে যদি না জরুরি বা চিকিৎসা উদ্দেশ্যে হয়। প্রাকৃতিক দুর্যোগের  যেকোন জরুরী পরিস্থিতিতে সতর্ক থাকার জন্য জনসাধারণকে অনুরোধ করা হয়েছে। ওই জেলাটিতে ২৯ মে পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

Author

Spread the News