দক্ষিণ-পশ্চিম আরব সাগরে ঘূর্ণিঝড় ‘তেজ’ তীব্র হচ্ছে
২২ অক্টোবার : সাইক্লোন ‘তেজ’ (Cyclone Tej) দক্ষিণ-পশ্চিম আরব সাগরে প্রবল ঘূর্ণিঝড় তীব্র আকার ধারণ করেছে। ‘তেজ’ নামে উচ্চারিত, এটি বর্তমানে ইয়েমেনের সোকোত্রার নিকটে কেন্দ্রীভূত হয়ে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
২৫ অক্টোবর ভোরে আল গাইদাহ (ইয়েমেন) এবং সালালাহ (ওমান) এর মধ্যে সম্ভাব্য আঘাত হানার সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি।
এ দিকে, আবহাওয়া অফিস সূত্রে খবর, অষ্টমী অবধি বজায় থাকবে মেঘমুক্ত আকাশ। কিন্তু নবমীতে কলকাতা সহ রাজ্যের পাঁচ জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম–মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল শনিবার রাতে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার বিকেলে তা আরও ঘনীভূত হবে। আগামী ২৪ ঘণ্টায় সেই নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। আপাতত নিম্নচাপটি ওড়িশার পারাদ্বীপ থেকে প্রায় ৬০০ কিলোমিটার দক্ষিণে, দিঘা থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণে এবং বাংলাদেশের খেপুপাড়া উপকূল থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ–দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছে।
তবে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে সেটি উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে আশঙ্কা। তার পর সেটি উত্তর এবং উত্তর–পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে প্রভাব ফেলতে পারে। যা বজায় থাকবে তিন দিন। আর তাই নবমীতে কলকাতা ছাড়া দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং হাওড়ায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দশমী এবং একাদশীর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায়। এমনকী দ্বাদশীর দিনও দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।