ঘূর্ণিঝড় ‘ডানা’র জেরে ভারী বৃষ্টি, হড়পা বানে ভাসল ওডিশার বহু গ্রাম
২৭ অক্টোবর : ঘূর্ণিঝড় ‘ডানা’ চলে গেলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে ওডিশার বেশ কয়েকটি জেলায়। আর বৃষ্টির জেরে সৃষ্টি হয়েছে হড়পা বানের। মূলত ওডিশার বালেশ্বর ও ভদ্রকেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে জলমগ্ন হয়ে রয়েছে বহু গ্রাম।
প্রশাসন সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের জেরে দুদিন ধরে টানা বৃষ্টির কারণে বহু গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। ভারী বৃষ্টি হয়েছে ময়ূরভঞ্জ জেলার সিমলিপাল পাহাড়ে। ফলে সংলগ্ন বালেশ্বর জেলার বুধাবালাং, সোনো এবং কানসাবানসা নদীতে জলস্তর অনেকটা বেড়ে গিয়েছে। আর তাতে নদী সংলগ্ন গ্রামগুলি জলমগ্ন হয়ে পড়েছে। বালেশ্বর জেলা প্রশাসনের তরফে বাসিন্দাদের বুধবালাং নদীর কাছে যেতে বারণ করা হয়েছে। নদীর জলস্তর বাড়ায় গ্রামবাসীদের ত্রাণ শিবিরের আশ্রয় নিতে বলা হয়েছে। জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্লকগুলির মধ্যে রয়েছে উপড়া, সোরো, খইরা, সিমুলিয়া, বাহানগা, রেমুনা এবং সদর। নীলগিরি ব্লকেরও অনেক গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। গ্রামে আটকে পড়েছেন প্রায় এক হাজারেরও বেশি বাসিন্দা। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে প্রশাসনের তরফে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার মধ্যরাতেই ওডিশার ভিতরকণিকা ও ধামারার মাঝের অংশে স্থলভাগে আছড়ে পড়ে ‘ডানা’। ঘূর্ণিঝড়ের ভয়ঙ্কর রূপের আশঙ্কা থাকলেও, মানগ্রোভ অরণ্যের কারণে স্থলভাগে ঝড়ের দাপট অনেকটাই কমে গিয়েছিল। তবে লাগাতার বৃষ্টির জেরে রাজ্যের বেশ কিছু জায়গায় কাঁচা বাড়ি ভেঙে পড়েছে, উপড়ে গিয়েছে গাছ।
খবর : উত্তরবঙ্গ, সংবাদ।