বিপুল পরিমাণ অবৈধ মদ বাজেয়াপ্ত করল শুল্ক দপ্তর
বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : গুয়াহাটি মহানগরে চালানো এক বৃহৎ অভিযানে শুল্ক দপ্তর মেঘালয় থেকে আনা বিপুল পরিমাণ অবৈধ মদ বাজেয়াপ্ত করেছে।
অভিযানের সময় ১৩২ কার্টুন বিদেশি মদের পাশাপাশি ‘AS11 EC 0151’ নম্বরের একটি ট্রাক থেকে আরও ১,১০৯ কেস উদ্ধার হয়। বৈধ নথিপত্র ছাড়াই মদ পরিবহনের অভিযোগে ট্রাকচালক সিরাজ উদ্দিনকে আটক করা হয়েছে।
বাজেয়াপ্ত করা মদ কোন অনুমোদন ছাড়াই সরবরাহ করা হয়েছিল। এর সরকারি মূল্য প্রায় ৭ লাখ টাকা, আর বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা বলে জানা গেছে। মেঘালয় থেকে মিজোরাম যাওয়ার পথে শিলচর রুটে এই চালানটি আটক করা হয়।
গুয়াহাটি শুল্ক অধীক্ষক দেবজিত নাথের নির্দেশনায়, সার্কল ইন্সপেক্টর জীবনজ্যোতি চৌধুরী এবং সোনাপুর শুল্ক সার্কলের ডেপুটি ইন্সপেক্টর প্রীতম পুরকাশ্যপের নেতৃত্বে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।

