রাধামাধব কলেজ পড়ুয়াদের উদ্যোগে শারদীয়া উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান

বরাক তরঙ্গ, ১৮ অক্টোবর : বুধবার শিলচর রাধামাধব কলেজ পড়ুয়াদের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে আয়োজিত হয় শারদীয়া উৎসব। কলেজ পড়ুয়াদের দ্বারা নাচ-গান পরিবেশন সহ মিউজিক্যাল ব্যান্ড “চলো বদলাই” এর পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এদিনের অনুষ্ঠানকে অন্য মাত্রায় নিয়ে যায়। এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন অধ্যক্ষ ডঃ দেবাশিস রায় । 

এদিনের অনুষ্ঠানে নিজের সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ ডঃ দেবাশিস রায় কলেজের উত্তরোত্তর শ্রীবৃদ্ধির জন্য দেবী মা দুর্গার নিকট আশীর্বাদ চাইলেন। সেই সঙ্গে দেবী দুর্গার আশীর্বাদ যাতে ছাত্র ছাত্রীদের উপর বর্ষিত হয় এবং তারা যেন সঠিক অর্থে প্রকৃত মানুষ হিসাবে গড়ে উঠতে পারে সেই কামনাও করেছেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষা ডঃ অসীমা রায়, ডঃ অরুন্ধতি দত্ত চৌধুরী, ডঃ রুমা নাথ চৌধুরী, ডঃ সোনালী চৌধুরী, ডঃ নবনিতা দেবনাথ, নম্রতা নাথ, ডঃ এম সানি সিংহ, ডঃ সুমিতা বসু, স্বর্ণালী রায় চৌধুরী, দেবজানি দেব, সোনালি চন্দ, তপতী চৌধুরী শবনম বড়ভূইয়া, প্রীতি শর্মা প্রমুখ।

এদিন কলেজ পড়ুয়াদের পক্ষে নৃত্য ও সংগীত পরিবেশন করেন শুভাঙ্গী কংসবনিক, মৌসুমী দাস, সর্ণিকা রায়, সোমা সুত্রধর, দিয়া রায়, বর্ণালী ভট্টাচার্য, পলসিন দেব, ঋষিকা রায়, হরিপ্রিয়া দেব, পার্বনী ভট্টাচার্য, রাজেশ্বরী রবিদাস, তনুপ্রিয়া গোস্বামী, মণীষা নাথ সহ অন্যান্যরা। এছাড়াও অনুষ্ঠানে “চলো বদলাই” মিউজিক্যাল ব্যাণ্ড এর শিল্পী বিশাল দেবনাথ, শুভেন্দু শেখর পুরকায়স্থ, নবজ্যোতি দাস, সুদর্শন দেব, জীবন দত্ত, সৌম্যজিৎ রায়রা অসাধারণ সংগীত পরিবেশন করে গোটা কলেজ চত্বর মুখরিত করে তুলেন। অনুষ্ঠান আয়োজনে মূখ্য ভূমিকা নেন হিরন্ময় ভট্টাচার্য, অঙ্কিত দেব, তপপ্রিয়া ঘোষ। 

Author

Spread the News