ছত্তিশগড়ে বুথ কেন্দ্রের পাশে বিস্ফোরণ, আহত সিআরপিএফ জওয়ান
৭ নভেম্বর : ছত্তিশগড়ে শুরু হয়েছে বিধানসভা নির্বাচন। ছত্তিশগড়ে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। রাজ্যের ৯০টি বিধানসভা আসনের মধ্যে মাওবাদী উপদ্রুত ২০টি আসনে ভোটগ্রহণ শুরু হতে না হতেই সুকমার তোন্ডামার্কা এলাকায় এলইডি বিস্ফোরণে কোবরা ব্যাটেলিয়নের এক সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। এই ঘটনায় মাওবাদীরা যুক্ত বলেই জানা গিয়েছে। মাওবাদীরা মাটির নীচে আইইডি পুঁতে রেখেছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। জখম সিআরপিএফ জওয়ানের চিকিৎসা চলছে। ভোটগ্রহণ কেন্দ্রের আশপাশে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ভোটের শুরুতেই আইইডি বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
এ দিকে, নিরাপত্তার খাতিয়ে ২৫ হাজার জওয়ান মোতায়েন করা হলেও বিস্ফোরণ আটকানো গেল না। ছত্তিশগড়ে বাকি ৭০ আসনে ভোটগ্রহণ হবে ১৭ নভেম্বর। প্রসঙ্গত, ছত্তিশগড়ে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। কিন্তু মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের মহাদেব বেটিং অ্যাপ কাণ্ডে নাম জড়ানোয় দল অস্বস্তিতে পড়েছে।