মিশনে সপ্তমীর পূজায় ভক্তদের উপচে পড়া ভিড়

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবর্ষ উদযাপন উপলক্ষে মহাসপ্তমী পূজা নানান ধর্মীয় কার্যসূচির ছ দিয়ে পালন করা হয়। মহাসপ্তমী পূজা উপলক্ষে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে দেবী দুর্গার অঞ্জলী সহ প্রসাদ গ্ৰহনের জন্য এই অঞ্চলের বিভিন্ন স্থান থেকে প্রায় ১২ হাজার ভক্তের সমাগম ঘটেছে।

মিশনে সপ্তমীর পূজায় ভক্তদের উপচে পড়া ভিড়

শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ বলেন, এই বছরটি হল শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের ১০০ বছর পূর্তি। এ উপলক্ষে বছরব্যাপী ১০০টি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে স্বামী বিবেকানন্দর বাণী ও আদর্শের কথা প্রচার করা হয়। প্রতিবছরের মতো এ বছরও অগণিত দুস্থ মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়। তিনি আরো বলেন, দুর্গা মায়ের পূজায় সবাই আনন্দে ও সুস্বাস্থ্যের সহিত দিন কাটান এটাই তিনি দশভূজা দুর্গার কাছে কামনা করেন।

মিশনে সপ্তমীর পূজায় ভক্তদের উপচে পড়া ভিড়
মিশনে সপ্তমীর পূজায় ভক্তদের উপচে পড়া ভিড়

Author

Spread the News