কদমতলা ব্লকে আটদফা দাবিতে সিপিএমের গণডেপুটেশন 

বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : ত্রিপুরার কদমতলা ব্লকে সিপিএম দলের পক্ষ থেকে আট দফা দাবির ভিত্তিতে একটি গণডেপুটেশন প্রদান করা হয়। মঙ্গলবার কদমতলা আরডি ব্লকের আধিকারিক সঞ্জীব দেবনাথের কাছে এই দাবি পেশ করেন দলের নেতৃবৃন্দ। ডেপুটেশনে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত, বর্তমান কদমতলা বিধায়ক ইসলাম উদ্দিন, প্রাক্তন বিধায়কসহ অন্যান্য নেতৃবৃন্দ। দলের পক্ষ থেকে যে আট দফা দাবি উত্থাপন করা হয়েছে তার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার (PMAY-G) সার্ভে যেন দলীয় স্বার্থে একতরফাভাবে পরিচালিত না হয়। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প (MGNREGA)-এর কাজ যেন শুধুমাত্র পঞ্চায়েত ভিত্তিক না করে, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়। গ্রামীণ রাস্তা সংস্কারের ব্যবস্থা গ্রহণ করতে হবে, কারণ বহু রাস্তার বেহাল দশা হয়েছে।বিদ্যুৎ দপ্তরের নতুন প্রিপেড কার্ড ব্যবস্থা অবিলম্বে বন্ধ করতে হবে।বিজেপি শাসনের পরিবর্তনের পর থেকে পঞ্চায়েতগুলিতে যে দুর্নীতি শুরু হয়েছে, তা রোধ করতে হবে এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

এই গণডেপুটেশনকে কেন্দ্র করে কদমতলা ব্লক চত্বরে সিপিআইএমের বিশাল সংখ্যক সমর্থকদের সমাগম হয়। প্রথমে একটি বিশাল মিছিল করে তাঁরা ব্লক চত্বরে পৌঁছান এবং পরবর্তীতে দাবি পেশ করেন।

কদমতলা ব্লকে আটদফা দাবিতে সিপিএমের গণডেপুটেশন 
কদমতলা ব্লকে আটদফা দাবিতে সিপিএমের গণডেপুটেশন 

Author

Spread the News