সীমান্তের টিকরিতে সম্মেলন অনুষ্ঠিত সিপিএমের

বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর :
সিপিআইএমের লায়লাপুর টিকরি শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হল। রবিবার মহিলা নেত্রী মন্দিরুন নেসার সভাপতিত্বে অস -মিজোরাম সীমান্তের টিকরিতে অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতে পার্টির পতাকা উত্তোলন করেন মায়া গুরুং ও শহিদ বেদীতে মাল্যদান করেন ধলাই লোক্যাল কমিটির সম্পাদক সুশীল বারৈ এবং উপস্থিত সকল সদস্য পুষ্প দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। সম্পাদকীয় প্রতিবেদনে লায়লাপুর অন্চলের আর্থ সামাজিক অবস্থা উল্লেখ করে বলা হয় এখানে অধিকাংশ লোক শ্রমজীবী
ও গরীব কৃষক। দিন মজুরি ও নির্মাণ শ্রমিকের কাজ করে অতি কষ্টে দিনযাপন করেন।

অসম-মিজোরাম সীমান্তের আসামের বনবিভাগের পতিত ও অনুপযোগী জমিতে মিজোরামের জবর দখলের বিরুদ্ধে লড়াই করে কিছু ভূমিহীন দিন মজুর ও গরীব কৃষক বসবাস করে অসমের জায়গা রক্ষা করে আসছেন। অথচ বিভিন্ন সময়ে বনবিভাগের পক্ষথেকে উচ্ছেদ নোটিশ দেয়া হয়। পানীয় জল ও বৈদ্যুতিক আলোর কোন সুবিধা তারা পান নাই। প্রতিবেদনের ওপর আলোচনায় অংশ নিয়ে সদস্যরা জানান এ বছরের ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে মারাত্মক ক্ষতিগ্রস্থ পরিবার সরকারি কোন আর্থিক সাহায্য পান নাই এবং এ অঞ্চলের লোকের গোবাদি পশু চেকপোস্ট অতিক্রম করলে কিছু দুষ্ট মিজো লোক অত্যধিক জরিমানা আদায় করেন। সীমানা বিরোধ নিষ্পত্তি করার দাবি সহ এলাকার সমস্যাদি সমাধানের জন্য আন্দোলন কর্মসূচি পালন করার ও আগামী ২৫ সেপ্টেম্বর, বুধবার পার্টির ধলাই লোক্যাল কমিটি আহুত নরসিংহপুর বিডিও অফিসের সামনে ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পরে সুনীল দেববর্মাকে পুনরায় সম্পাদক মনোনীত করে টিকরী শাখার নাম পরিবর্তন করে লায়লাপুর শাখা নামকরণ করা হয়েছে। সম্মেলনে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন পর্যবেক্ষক রেজামন্দ আলি বড়ভূইয়া। তিনি দাবি আদায়ের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন করার আহ্বান জানান।

Author

Spread the News