সোনাই নৌকাডুবি ঘটনার খোঁজ নিল সিপিএম, গভীর শোক প্রকাশ

বরাক তরঙ্গ, ৪ জুন : সোনাই দক্ষিণ মোহনপুর ষষ্ঠ খণ্ডে গিয়ে এলাকার লোকজনের কাছ থেকে মৃত ব্যক্তিদের সম্পর্কে খোঁজ খবর নেন ও তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে সিপিআই (এম) এর এক প্রতিনিধি দল। মঙ্গলবার দলের অসম রাজ্য কমিটির সদস্য রেজামন্দ আলি বড়ভূইয়ার নেতৃত্বে সোনাই অঞ্চলের পার্টির নেতৃবৃন্দ বক্তার হোসেন বড়লস্কর, আসরাফ হোসেন লস্কর, হাসান জামান লস্কর সহ এক প্রতিনিধি দল খোঁজখবর নিয়ে গভীর শোক প্রকাশ করেন। 

বন্যায় একদিকে যেমন অসহায় অবস্থায় পড়েছেন এবং অন্যদিকে খাদ্যদ্রব্যের অভাবে অতি কষ্টে দিন যাপন করছেন। জলবন্দি এই গ্ৰামের লোকজনের মধ্যে কোনও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়নি। এক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে চূড়ান্ত গাফিলতি ও অবহেলা করা হচ্ছে বলে প্রতিনিধি দল অভিযোগ করেন। সরেজমিন তদন্ত করে প্রতিনিধি দল মনে করেন মধুরবন্দি বস্তি কিংবা আশেপাশের লোকজনের চলাচলের রাস্তাটি আগামী শুকনো মরসুমে উঁচু করে নির্মাণ না করলে জনসাধারণের দুর্ভোগ নিরসন হবে না। সবদিক খতিয়ে দেখে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রতিনিধি দল দাবি জানান অতিসত্ত্বর মৃত পরিবারগুলোর লোকজনকে পর্যাপ্ত পরিমাণ আর্থিক সাহায্য প্রদান করা, তাঁদের পরিবারের লোকজন সহ বন্যাক্রান্ত এই গ্ৰামে পর্যাপ্ত খাদ্য সরবরাহ করা, লোকজনের চলাচলের কাঁচা রাস্তাটি উঁচু করে নির্মাণ করা।

উল্লেখ্য, নৌজাডুবি ঘটনায় মৃত ব্যক্তিরা হলেন হাসান উদ্দিন (৩৫), মনিয়ার হোসেন (১৩), জামাল উদ্দিন (৬০), আমির উদ্দিন (৪৫), আরিফ উদ্দিন (২৭) ও তৈবুর রহমান (৩০).। তাঁদের মধ্যে মনিয়ার হোসেন ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। এবং শিলচর মেডিক্যাল কলেজে যাঁরা চিকিৎসাধীন তাঁরা হলেন আকলিম উদ্দিন,আজিম উদ্দিন সেবুল উদ্দিন, নাজিম উদ্দিন।

Author

Spread the News