আদালতের চেয়ারে বসেই আত্মঘাতী পুলিশ কর্মী
৫ ফেব্রুয়ারি : আদালতের সামনে আত্মঘাতী পুলিশ কর্মী। নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন তিনি বলে খবর। মৃত পুলিশ কর্মীর নাম গোপাল নাথ। তিনি নগর দায়রা আদালতের বিচারকের দেহরক্ষী। মৃতের পাশ থেকে উদ্ধার তাঁর ব্যবহৃত ৯এমএম পিস্তল। কপালে রয়েছে গুলি চিহ্ন। পুলিশ কুকুর চালিয়ে তল্লাশি আদালত চত্বরে।
বুধবার সকাল সাতটা নাগাদ ঘটনাটি সামনে আসে। জানা যাচ্ছে, নগর দায়রা আদালতে বিচারকের দেহরক্ষী গোপালবাবুর রক্তাক্ত দেহ দেখতে পাওয়া যায়। দ্রুত তাঁকে উদ্ধার করে মেডিক্যাল কলেজ ও হাসাপাতলে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে।
ঘটনাস্থলে লালবাজারের গোয়েন্দাবিভাগ পৌঁছেছে। তাঁরা গিয়ে দেখেন চেয়ারেই রক্তাক্ত অবস্থায় বসে রয়েছেন গোপাল নাথ। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে ওই ব্যক্তি নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন। তবে এখনও নিশ্চিতভাবে পুলিশ বলতে পারছে না কী কারণে তিনি আত্মঘাতী হয়েছেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে পুলিশ। জানার চেষ্টা চলছে তিনি আদৌ কোনও মানসিক সমস্যায় ভুগছিলেন কি না, অথবা কর্মস্থলে কোনও সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না। ঘটনাস্থলে লালবাজারের গোয়েন্দা বিভাগের পাশাপাশি রয়েছে সাইন্টিফিক উইং, ফিঙ্গারপ্রিন্ট টিমও।
খবর : tv9 bangla