গ্যাস হিটার, দমবন্ধ হয়ে মৃত্যু তিন সন্তান সহ দম্পতির

৬ জানুয়ারি : মর্মান্তিক ঘটনা! প্রবল ঠাণ্ডা থেকে বাঁচতে ঘরের মধ্যে দরজা-জানলা বন্ধ করে তিন সন্তানকে নিয়ে বসেছিলেন বাবা-মা। কিছুটা আরাম পেতে ঘরে জ্বালিয়েছিলেন গ্যাস হিটার। আর তাতেই বিপত্তি। ঘর থেকে পরিবারের ওই পাঁচ সদস্যকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হল। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। জম্মু ও কাশ্মীরের শ্রীনগর জেলার পন্দ্রেথান এলাকার ঘটনা।

জানা গিয়েছে, ওই পরিবারের সদস্যরা বারামুলা জেলার বাসিন্দা। শ্রীনগরে তাঁরা ভাড়া বাড়িতে থাকতেন। তাঁদের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তীব্র শীতে ঘর গরম রাখার জন্য হিটার ব্যবহার নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছেন তিনি।

গ্যাস হিটার, দমবন্ধ হয়ে মৃত্যু তিন সন্তান সহ দম্পতির
Spread the News
error: Content is protected !!