ভোট গণনা শুরু, এগিয়ে প্রধানমন্ত্রী

৪ জুন : ১৯ এপ্রিল থেকে ১ জুন, ৭ দফায় ভোট হয়েছে দেশে। ৪ জুন ফল ঘোষণা। মঙ্গলবার ৫৪৩টি সংসদীয় আসনের মধ্যে ৫৪২টিতে সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা। গণনা হবে তিন দফায়। প্রথমে গণনা চলছে পোস্টাল ব্যালেটে, তারপর ইভিএম এবং সব শেষে গণনা হবে ভিভি প্যাটের।

বারাণসীতে ৪৩৬ ভোটে এগিয়ে মোদি
প্রথম ঘণ্টায় বারাণসীতে ৬ হাজারের বেশি ভোটে পিছিয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে আবার এগিয়ে গেলেন। অপ্রত্যাশিত প্রবণতা প্রথম ঘণ্টায়। পরে বারাণসীতে ৪৩৬ ভোটে এগিয়ে মোদি। শুরুতেই উত্তরপ্রদেশে এগিয়ে ‘ইন্ডিয়া’। প্রথম ঘণ্টায় দেশজুড়ে বিজেপি এগিয়ে থাকলেও উত্তরপ্রদেশে এগিয়ে ‘ইন্ডিয়া’। প্রথম এক ঘণ্টার প্রবণতায় দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশে ‘ইন্ডিয়া’র অন্যতম শরিক সমাজবাদী পার্টি এগিয়ে ২৬টি আসনে। কংগ্রেস এগিয়ে ৬টি আসনে। অন্যদিকে, বিজেপি এগিয়ে ২২টি আসনে, আরএলডি এগিয়ে ১টি আসনে।

Author

Spread the News