ছাত্রছাত্রীদের ট্রান্সফার সার্টিফিকেটে কাউন্টারসাইন সংক্রান্ত আদেশ

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২৬ জুন : হাইলাকান্দির ইন্সপেক্টর অফ স্কুলস জেলার পড়ুয়াদের অভিভাবকদেরকে তাদের ছেলে -মেয়েদের  অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানটি অসম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা) আইন ২০০৬ সালের অধীনে বৈধ প্রশাসনিক স্বীকৃতিপ্রাপ্ত কিনা তা ভর্তির আগে যাচাই করতে আবেদন জানিয়েছেন।

জেলার ইন্সপেক্টর অফ স্কুলস তথা জেলা প্রাথমিক শিক্ষা অধিকারিক  তাপস দত্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে, ২০০৬ সালের আসাম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা) আইনের অধীনে বৈধ স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইস্যু করা ট্রান্সফার সার্টিফিকেটের কাউন্টার সিগনেচার বিদ্যালয় পরিদর্শক বা জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক করে থাকেন। এই আইনের অধীনে স্বীকৃতিপ্রাপ্ত নয়, এমন কোন শিক্ষা প্রতিষ্ঠানের ইস্যু করা ট্রান্সফার সার্টিফিকেট বা স্থানান্তর শংসাপত্রে শিক্ষা আধিকারিক থেকে কোন কাউন্টার সিগনেচার বা প্রতিস্বাক্ষর করার সংস্থান নেই বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

ছাত্রছাত্রীদের ট্রান্সফার সার্টিফিকেটে কাউন্টারসাইন সংক্রান্ত আদেশ
Spread the News
error: Content is protected !!