হাইলাকান্দি শহরে তিরঙ্গা বিক্রি কাউন্টার
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১১ আগস্ট : হাইলাকান্দি পুরসভার সামনে একটি তিরঙ্গা বিক্রয় কাউন্টার খোলা হয়েছে। নগর জীবিকা মিশনের হাইলাকান্দি শাখার উদ্যোগে সোমবার এই কাউন্টারটির উদ্বোধন করেন পুরপুরি মানব চক্রবর্তী, এডিসি দীপমালা গোয়ালা, সিটি প্রজেক্ট ম্যানেজার শহিদুর রহমান চৌধুরী। আসন্ন স্বাধীনতা দিবস পালন উপলক্ষে হাইলাকান্দি জেলায় হর ঘর তিরঙ্গা কার্যসূচী পালনের অঙ্গ হিসাবে এই কাউন্টারটি চালু করা হয়।। উল্লেখ্য স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আত্ম বলিদান দিয়েছেন, তাদের প্রতি সম্মান জানানোর লক্ষ্যে এই কার্যসূচি পালিত হয়ে আসছে। এয অঙ্গ হিসাবে বিভিন্ন স্থানে সাফাই কর্মসূচি, বসে আঁকো প্রতিযোগিতা ওয়াল পেইন্টিং ইত্যাদির আয়োজন প্রশাসনের উদ্যোগে চলছে।
এদিকে, গ্রামীণ জীবিকা মিশনের হাইলাকান্দি শাখার উদ্যোগে গাগলাছড়ায়ও অনুরূপ একটি তিরঙ্গা পতাকা বিক্রি কাউন্টার খোলা হয়েছে। সোমবার এই অঙ্গ হিসাবে লালা শহরেও পুরসভার উদ্যোগে একটি সাফাই অভিযান পরিচালনা করা হয়।