হাইলাকান্দিতে ৮টি হলে ভোট গণনা

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৭ মে : হাইলাকান্দির এস এস কলেজে আগামী রবিবার ৮ টি হলে  পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা করা হবে। বুধবার হাইলাকান্দি জেলা আয়ুক্তের সভাকক্ষে অনুষ্ঠিত এক সর্বদলীয় বৈঠকে পৌরোহিত্য করে  জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে একথা জানান। জেলায় পঞ্চায়েত নির্বাচনের  রাজ্য নির্বাচন কমিশনের দুই অবজারভার পারভেজ আমিন এবং প্রশান্তকুমার বরকাকতির উপস্থিতিতে আয়ুক্ত নিসর্গ হিভারে জানান, ভোট গণনা কেন্দ্রে মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ সহ কোন ধরনের ইলেকট্রনিক্স গেজেট নিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। সকাল আটটায় ভোট গণনা শুরু হলেও সকাল সাতটায় স্ট্রংরুম খোলা হবে। সিসিটিভির কবলে  গণনার প্রক্রিয়াটি ভিডিওগ্রাফিও করা হবে বলে জানান জেলা আয়ুক্ত।

ডিডিসি এল্ডাড ফাইরিম সভায় অংশ নিয়ে জানান, প্রথম রাউন্ডটি তিন ঘণ্টা লাগবে বাকি সব রাউন্ডে বেশি হলে দুই ঘণ্টা করে লাগবে। সব এজেন্টদেরকে সময় হিসাব করে গণনার সময় নির্ধারণ করে দেওয়া হবে। সভায় অংশ নিয়ে এসপি লীনা দুলে গণনা শেষে কোন কাউন্টিং এজেন্টকে গণনা কেন্দ্রে থাকতে দেওয়া হবে না বলে জানান।

হাইলাকান্দিতে ৮টি হলে ভোট গণনা

ইলেকশন অফিসার কিষান চরাই ত্রিপুরা সভায় পিপিটির মাধ্যমে ডেমি ব্যালট পেপার প্রদর্শন করে তা গণনার পদ্ধতি সম্পর্কে সবাইকে অবহিত করেন। সভায় সব রাজনৈতিক দলের কর্মকর্তারা গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য  প্রশাসনকে প্রতিশ্রুতি দেন।

Spread the News
error: Content is protected !!