সোনাইয়ে দুর্নীতি প্রায় ৯০ শতাংশ কমেছে : করিম উদ্দিন বড়ভূইয়া
নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২৬ জুলাই : দক্ষিণ সৈদপুর ও শিলডুবি জিপির গ্রাম পঞ্চায়েতের কাজ পরিদর্শন করলেন সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া। শুক্রবার দুই জিপির বেশক’টি নির্মিত প্রকল্প গুলো দেখেন। দক্ষিণ সৈদপুরে কয়েকটি কাজে নিজ চোখে অনিয়ম দেখেন। বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, আগের চাইতে এখন সোনাইয়ে কাজের সংস্কৃতি ফিরিয়ে এসেছে। গত পাঁচ বছরে উন্নয়নের নামে লুন্ঠন হয়েছে। তাঁর কার্যকালে দুর্নীতি প্রায় ৯০ শতাংশ কমে এসেছে। বিগত দিনের দুর্নীতির তদন্ত করা হবে বলে জানান তিনি।
এদিন দক্ষিণ সৈদপুর জিপির ধনেহরি দ্বিতীয় খণ্ডে সমগ্র শিক্ষা অভিযান থেকে প্রায় ১৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সইফ উদ্দিন বড়ভীইয়া এলপি স্কুলের ক্লাস রুমের উদ্বোধন করেন বিধায়ক করিম উদ্দিন। এতে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক শাহিন আহমেদ লস্কর, পরিচালনা কমিটির সভাপতি এনামুল হক বড়ভূইয়া সহ স্থানীয়রা।
এদিন জিপি গুলোর কামকাজ পরিদর্শনে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন সোনাই উন্নয়ন খণ্ডের সহকারী বিডিও রতীন্দ্র পাল, এইই বিপুল বরা, সোনাই ইউডিএফ কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর, আবজল হোসেন লস্কর, ফয়জুল হক আহমেদ সহ অন্যান্যরা।