হাইলাকান্দিতে স্বাধীনতা সংগ্রামী পরিবারের সমন্বয় সভা
বরাক তরঙ্গ, ১৩ জানুয়ারি : স্বাধীনতা সংগ্রামী দের পরিবারের জন্য রাজ্য সরকার তৎপর রয়েছে। তবে এক্ষেত্রে সংস্থার সদস্যভুক্তিতে আরও জোর দেওয়ার জন্য আহ্বান জানিয়ে রবিবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত হল স্বাধীনতা সংগ্রামী উত্তরসূরী পরিবারের এক সমন্বয় সভা। এতে অসম রাজ্য স্বাধীনতা সম্মেলনের সমন্বয় যাত্রা ২০২৫ এর অঙ্গ হিসেবে এদিন সাত সদস্যের এক প্রতিনিধি দল হাইলাকান্দিতে এসে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আলোচনা করেন এবং প্রয়াত স্বাধীনতা সংগ্রামীদের উত্তরসূরিদের দুরবস্থার কথা তুলে ধরেন। এদিন তারা প্রয়াত কয়েকজন স্বাধীনতা সংগ্রামীদের বাড়িতেও যান। স্বামী বিবেকানন্দ ও বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে মাল্যদান করেন রাজ্যিক সমিতির কর্মকর্তাসহ উপস্থিত সকলে। এরপর উদ্ধোধনী সঙ্গীত “ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার…..” পরিবেশন করেন উত্তরসূরী পরিবারের সদস্যা ভাগ্যশ্রী ভট্টাচার্য।
স্বাধীনতা সংগ্রামী সংস্থার হাইলাকান্দি জেলা সভাপতি সজল ভট্টাচার্যের সভাপতিত্বে আয়োজিত সভায় রাজ্য সভাপতি পুনেশ্বর দুয়ারা, কার্যকরি সভাপতি ভোলানাথ নগরীয়া, সহকারী সম্পাদক ধীরেন চেতিয়া, কোষাধ্যক্ষ কমল চন্দ্র লহকর, জেলা সম্পাদক বিষ্ণু প্রসাদ বিশ্বাস, সিরাজ উদ্দিন বরভূইয়া প্রমুখ স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের সদস্যদের দুর্দশার কথা তুলে ধরেন। স্বাধীনতা সংগ্রামীদের বেকার বয়স্ক সন্তানদেরকে অসম সরকারের তরফ থেকে চাকুরি প্রদান ও মাসিক পেনশন বা মাসিক অনুদান ইত্যাদি বিভিন্ন দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, স্বাধীনতা সংগ্রামী পরিবার রাজ্য ও কেন্দ্র সরকারের পেনশন পাচ্ছে না, কোন পরিবার রাজ্য সরকার থেকে পেনশন পাচ্ছে না আবার কোন পরিবার ভারত সরকার থেকে পেনশন পাচ্ছে। এছাড়া অনেক স্বাধীনতা সংগ্রামী পরিবার আছে যাদের আজ পর্যন্ত নিজস্ব কোনো জায়গা বা ঘর বাড়ি নেই এবং খুব কষ্টে আর্থিক অনটনের মাধ্যমে দিন কাটাচ্ছেন। উচ্চ শিক্ষাক্ষেত্রে বা সরকারি চাকুরির ক্ষেত্রে স্বাধীনতা সংগ্রামীদের উত্তরসুরিদের সংরক্ষণ বাড়ানো ইত্যাদি বিভিন্ন বিষয়ও সভায় আলোচনার বিষয় হিসেবে উঠে আসে।
এতে বরাক উপত্যকার বাকি দুই জেলা থেকে ও সদস্যরা অংশ নেন। সভায় ধন্যবাদ সূচক বক্তব্য পেশ করেন হাইলাকান্দি জেলা স্বাধীনতা সংগ্রামী সম্মিলনের সম্পাদক বিষ্ণু প্রসাদ বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন শঙ্কর চৌধুরী। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপন হয়।