রড চুরি কাণ্ড : গ্রেফতার সমবায় চেয়ারম্যান তাজ উদ্দিন

বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : চুরিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হলেন জয়নগর-যাত্রাপুর সমবায় সমিতির চেয়ারম্যান তথা কংগ্রেস নেতা তাজ উদ্দিন মজুমদার। বুধবার রাতে জয়নগর জাটিঙ্গামুখের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে কাটিগড়া পুলিশ।জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার দুপুরে তাঁকে শিলচর আদালতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, গুয়াহাটি থেকে মিজোরাম নিয়ে যাওয়ার পথে লরি থেকে ১৯ লক্ষ টাকার রড চুরি যাওয়ার এক ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃত তাজ উদ্দিনের মালিকানাধীন পেট্রোল পাম্প থেকে চুরি যাওয়া রড পাচার করা হয়েছিল বলে অভিযোগ। এই চুরি কাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে কাটিগড়ার নাজাতপুরের ফারুক আহমেদ ও লক্ষীপুরের রাজীব উদ্দিনকে দিন কয়েক আগে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছিল পুলিশ।উদ্ধার করা হয়েছিল চুরি যাওয়া কিছু রড সহ লরি। এবার এই চুরি কাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের জালে পড়লেন জয়নগর-যাত্রাপুর সমবায় সমিতির চেয়ারম্যান তাজ উদ্দিন। বৃহস্পতিবার থাকে সিজিম আদালতে তোলে পুলিশ, এরপর আদালতের নির্দেশে থাকে রিমান্ডে নেয় পুলিশ।

রড চুরি কাণ্ড : গ্রেফতার সমবায় চেয়ারম্যান তাজ উদ্দিন
রড চুরি কাণ্ড : গ্রেফতার সমবায় চেয়ারম্যান তাজ উদ্দিন

Author

Spread the News