তাইকোয়োন্ড সংস্থার সমাবর্তন অনুষ্ঠান
বরাক তরঙ্গ, ২৭ জুলাই : সম্প্রতি শিলচরের এক ভবনে তাইকোয়োন্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বরাক উপত্যকার বিভিন্ন স্থানের পাশাপাশি কামরূপ মেট্রো থেকেও প্রতিযোগীরা এসে যোগদান করেছিলেন। বিভিন্ন ক্লাব এতে অংশগ্রহণ করেছিল, এরমধ্যে শিলচরের চেংকুড়ি রোডে থাকা “৭২০ তাইকোয়োন্ড অ্যাকাডেমি” এর প্রতিযোগীদের ফলাফল ছিল চোখে পড়ার মতো। এ নিয়ে উৎসাহের জোয়ার ছিল চেংকুড়ি রোড অ্যাকাডেমির মুখ্য প্রশিক্ষক তথা সাধারণ সম্পাদক দীপক দাস, সভাপতি অংকুর পাল, প্রশিক্ষক বিশ্ব প্রতিম ভট্টাচার্য, সংগঠন সম্পাদক রূপক দাস, শুভ্রজিৎ আচার্য, অভয় নাথ, বিশাল দাস, দীপায়ন দাস, সিদ্ধেশ্বরী সিনহা, দীপশিখা দাস সহ অন্যান্যদের। অ্যাকাডেমির সাফল্যে শনিবার সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় নবোদয় ক্লাবের কর্মকর্তারাও আজ পিছিয়ে ছিলেন না। প্রায় সময় তারা এই একাডেমির পাশে থাকেন। আজও ছিলেন। সমস্ত পুরস্কার প্রাপকদের উৎসাহিত করতে বিশিষ্ট সমাজসেবী মিঠুন দাস, শুভ্রজ্যোতি নাথ, পিনাক দত্ত, প্রদীপ দেবনাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ দিন অ্যাকাডেমির প্রশিক্ষণ কেন্দ্রে। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক রানু দত্তও।
অনুষ্ঠানের প্রারম্ভে কুংফুতে প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন তথা চেংকুড়ি অ্যাকাডেমির মুখ্য উপদেষ্টা মণি ভূষণ চৌধুরী তার মূল্যবান বক্তব্যে প্রতিজন খেলোয়ারদের রাজ্য, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে কৃতিত্ব অর্জন করে নিজ পিতা মাতার মুখ উজ্জ্বল করার আহ্বান জানান এবং এ সমস্ত কৌশল শিখে কাউকে আক্রমণ নয় বরঞ্চ নিজের আত্মরক্ষার জন্যই এর ব্যবহার করা উচিত বলে এদিন তিনি স্পষ্ট ভাষায় উপস্থিত তাইকোয়োন্ড খেলোয়াড়দের বলেন।

বিশিষ্ট অতিথি তাইকোয়োন্ড সংস্থার কাছাড় জেলা সাধারণ সম্পাদক তথা অসম রাজ্য কমিটির কার্যকরী সদস্য সৌমিত্র চক্রবর্তী তার সারগর্ভ বক্তব্যে দেশের পাশাপাশি সমস্ত অসমে কিভাবে তাইকোয়োন্ড দুর্বার গতিতে এগিয়ে চলছে তার উল্লেখ করেন। তিনি এদিন আরো বলেন পড়াশুনার গুরুত্বের পাশাপাশি তাইকোয়োন্ডতে বিজয়ী হলে এর আনন্দও দ্বিগুণ হয়।
অনুষ্ঠানে তাইকোয়োন্ড প্রশিক্ষার্থীদের সংখ্যা ছিল চোখে পড়ার মত। বিশেষ করে তাদের অনেক অভিভাবকেরা নিজ সন্তানদের শরীর মজবুত রাখার পাশাপাশি আত্মরক্ষার কৌশল শিক্ষার প্রয়োজনীয়তার বিষয়েও বিভিন্ন কথা তুলে করেন।