বৃহস্পতিবার শিলচরে কনজুমার্স অ্যাসোসিয়েশনের জমায়েত ও গণ মিছিল

বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কমিটির আহ্বানে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় জমায়েত ও গণ মিছিলের আয়োজন করা হয়েছে। এই মিছিলে জেলার বিভিন্ন ক্লাব, সংস্থা, সংগঠনের সদস্যদের মিছিলে সামিল হতে কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে বলা হয় যে ২০২২ সালে যখন শিলচরে প্রথম এই মিটার প্রতিস্থাপনের কাজ শুরু হয় তখন থেকেই এর বিরোধিতা করে আসছে অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে বলা হয় যে এই মিটার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে বেসরকারিকরণের লক্ষ্যেই ঘরে ঘরে বসানো হয়েছে। স্মার্ট মিটার প্রতিস্থাপন করার পর থেকেই রাজ্যের জনগণ এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছেন।

সংগঠনের পক্ষ শিলচরে গত বছর গণ মিছিল, এপিডিসিএল কার্যালয় ঘেরাও, গণস্বাক্ষর সংগ্রহ অভিযান ইত্যাদি করা হয়েছে। গত বছর মুখ্যমন্ত্রীর কাছে লক্ষ লক্ষ মানুষের স্বাক্ষর সম্বলিত স্মারকপত্র প্রদান করা হয়। পরবর্তীতে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অ্যাসোসিয়েশনের সঙ্গে ফেব্রুয়ারি মাসে আলোচনায় বসেন। তখনই বলা হয়েছিল যে এই মিটার জোর করে ঘরে ঘরে বসানো বন্ধ করতে হবে। কিন্তু স্মার্ট মিটারের বরাত প্রাপ্ত প্রাইভেট কোম্পানি সাধারণ গ্রাহকদের ভয় দেখিয়ে স্মার্ট মিটার ঘরে ঘরে চাপিয়ে দেয়। কিন্তু আজ সারা রাজ্যের জনগণ এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছেন। এমনকি শাসক দলের বিধায়করাও এই মিটারের বিরোধিতা করছেন। তাই সংগঠনের পক্ষ থেকে সবাইকে সর্বনাশা স্মার্ট মিটার সম্পূর্ণ সরিয়ে নেয়া এবং পুরোনো ডিজিটাল মিটার ফিরিয়ে দেওয়ার দাবিতে সোচ্চার হতে মিছিলে সামিল হতে আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবার শিলচরে কনজুমার্স অ্যাসোসিয়েশনের জমায়েত ও গণ মিছিল
বৃহস্পতিবার শিলচরে কনজুমার্স অ্যাসোসিয়েশনের জমায়েত ও গণ মিছিল

Author

Spread the News