জলমগ্ন গ্রামে সহানুভূতির বার্তা রূপমের, বস্ত্র বিতরণ

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ জুন : মাছিমপুর ও সংলগ্ন বেশ কিছু গ্রাম বন্যার জলমগ্ন হয়ে পড়ে। এই সংকটময় পরিস্থিতিতে বন্যাক্রান্ত মানুষের সহায়তায় এগিয়ে আসে রূপম সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা। সংস্থার উদ্যোগে রবিবার মাছিমপুর কুমারপাড়া শ্রীশ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণে একটি বস্ত্র বিতরণ শিবিরের আয়োজন করা হয়।

প্লাবিত এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্দেশ্য নিয়েই এই কর্মসূচি পালন করা হয়। রূপম সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পালের নেতৃত্বে ক্লাবের কর্মকর্তাবৃন্দ ও সদস্যরা সক্রিয়ভাবে শিবির পরিচালনায় অংশগ্রহণ করেন। তাঁরা নিজেরা বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় বস্ত্র বিতরণ করেন।

জলমগ্ন গ্রামে সহানুভূতির বার্তা রূপমের, বস্ত্র বিতরণ

রূপমের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ছয় শতাধিক মানুষের হাতে এদিন বস্ত্র তুলে দেওয়া হয়েছে। এই মহতী উদ্যোগ সফল করতে যাঁরা নতুন ও পুরনো কাপড় দিয়ে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি সংস্থার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি কুমারপাড়ার বিজেপি ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক অজয় পাল সহ যাঁরা প্রত্যক্ষভাবে এই কাজে যুক্ত ছিলেন, তাঁদের প্রতিও রূপমের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই উদ্যোগ ঘিরে উৎসাহ ও কৃতজ্ঞতার ঢল নামে। গ্রামের প্রবীণ নাগরিক হীতেশ পাল বলেন, “আমরা জলবন্দি অবস্থায় দিন কাটাচ্ছিলাম। ঘরে শুকনো কাপড় ছিল না। ঠিক তখনই রূপম ক্লাব আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা সত্যিই কৃতজ্ঞ।”

জলমগ্ন গ্রামে সহানুভূতির বার্তা রূপমের, বস্ত্র বিতরণ

এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেন—অজয় পাল, হীতেশ পাল, রাজু মণ্ডল, সুবীর পাল, জয়দীপ পাল, মহাপ্রভু আশ্রমের সকল সদস্যবৃন্দ, কৃপাসিন্ধু দাস, দীপেন্দু দাস, দীপঙ্কর পাল, বিমলেন্দু দাস, সুরজ পাল প্রমুখ। এছাড়া রূপম সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন নিখিল পাল, কাজল কর্মকার, নীলাঞ্জন পাল, সন্তোষ দে, বিক্রান্ত চক্রবর্তী, নির্মল দাস, অনুপমকুমার দে, দীপক পাল, সীমা পুরকায়স্থ, শংকরী বিশ্বাস, সুপ্রভা রাজকুমারী, মনিকা রায় ও শর্মিষ্ঠা চৌধুরী।

Spread the News
error: Content is protected !!