পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে কংগ্ৰেস শূন্য হবে : পরিমল শুক্লবৈদ্য
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ মে : এবারের পঞ্চায়েত নির্বাচনে কাছাড়ে কংগ্রেস শূন্য হবে, বিগত দিনে যেখানে কংগ্রেস শাসন ছিল সেখানেই দুর্নীতি ছিল, কাছাড় জেলা পরিষদ বিজেপির দলের শাসনে কোন ধরনের দুর্নীতির ছোঁয়া লাগেনি, এইজন্য রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে কাছাড় জেলার বিজেপির দলের প্রার্থীরা কংগ্রেস মুক্ত করতে অগ্ৰনী ভূমিকা পালন করবে এবং ধলাই বিধানসভার অন্তর্ভুক্ত চারটি জেলা পরিষদ আসন প্রত্যেকটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে বিজেপি জয় সুনিশ্চিত বলে উপস্থিত সাংবাদিকদের সামনে মন্তব্য করেন তিনি।
তিনি অপারেশন সিঁন্দুরের সাফল্যের মোদি সরকার ভারত এবং দেশের জনগণের উপর যেকোনও আক্রমণের উপযুক্ত জবাব দিতে বদ্ধপরিকর এবং ভারত সন্ত্রাসবাদকে তার মূল থেকে নির্মূল করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছেন বলে এটাই প্রমাণ। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ ভারতের প্রত্যেকজন সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
