বিআর আম্বেদকরকে নিয়ে কুরুচিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ কংগ্রেসের

বরাক তরঙ্গ, ২৪ ডিসেম্বর : স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতরত্ন বিআর আম্বেদকরকে কুরুচিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাল শিলচর জেলা কংগ্রেস। মঙ্গলবার জেলা কংগ্রেস কার্যালয় থেকে জেলা সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে প্রতিবাদী মিছিল বের হয়। প্রতিবাদী মিছিলটি অফিসপাড়া এসে বিআর আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন কংগ্রেস কর্মী সহ জেলা সভাপতি অভিজিৎ পাল।

জেলা সভাপতি অভিজিৎ পাল বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতরত্ন বিআর আম্বেদকরকে নিয়ে সংসদে যে কুরুচিকর মন্তব্য করেছেন তার তীব্র ভাষায় ধিক্কার জানান। অভিজিৎ পাল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং পদত্যাগ করতে হবে। এই দাবি জানিয়ে জেলা কংগ্রেস জেলা আয়ুক্তের মারফতে রাষ্ট্রপতির কাছে স্মারকপত্র প্রদান করে।

এদিন উপস্থিত ছিলেন এনএসইউআই, মহিলা কংগ্রেস সেবা দল, ইয়ুথ কংগ্রেস, কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, সঞ্জীব রায় সহ কংগ্রেস কর্মীরা।

বিআর আম্বেদকরকে নিয়ে কুরুচিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ কংগ্রেসের
Spread the News
error: Content is protected !!