শিলচরে কংগ্রেসের বিক্ষোভ, গ্রেফতার জেলা সভাপতি সহ শতাধিক
বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : শহরের রাস্তাঘাট ও পুরকর বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ প্রদর্শন শিলচর জেলা কংগ্রেসের। শনিবার প্রতিবাদী মিছিল বের করার সিদ্ধান্ত নিলে পুলিশের তৎপরতা টের পেয়ে মিছিলে সিদ্ধান্ত থেকে সরে গিয়ে দলীয় কর্মকর্তারা ধাপে ধাপে ডাকবাংলো পয়েন্টে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জমায়েত হন। সকাল সোয়া এগারোটা নাগাদ দলের শতাধিক কর্মী ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জমায়েত হয়ে সরকারবিরোধী স্লোগান দিয়ে উত্তাল করে তোলেন। তবে পুলিশ এই বিক্ষোভ বেশিক্ষণ করতে দেয়নি মুহূর্তের মধ্যেই বিশাল পুলিশ বাহিনী ও কমান্ডো হাজির হয়ে তাদের গ্রেফতার করে নেয়। সদর থানায় নিয়ে অস্থায়ী বন্দী করে রাখে।
বিক্ষোভে নেতৃত্বে ছিলেন জেলা সভাপতি অভিজিৎ পাল। প্রায় শতাধিক কর্মী বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন। এর মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ, বন্দিতা রায়, আনছার হুসেন বড়লস্কর, ইফতিকার আলম লস্কর, রণধীর দেবনাথ, রত্নদীপ রায় চৌধুরী, আব্দুল রাজ্জাক, তাহের আহমেদ প্রমুখ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ পাল স্থানীয় জনপ্রতিনিধিদের মেরুদণ্ডহীন বলে আখ্যায়িত করে বরাকের প্রতি মুখ্যমন্ত্রীর বিদ্বেষমূলক মনোভাবের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, শিলচরে মুখ্যমন্ত্রী থাকাকালী এই বিক্ষোভে পুলিশের তৎপরতা ছিল বেশি। কোন ধরনের আইন-শৃঙ্খলা অবনতি না হয় সেজন্য পুলিশ আগে থেকেই তৈরি ছিল। বিক্ষোভ শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তাদের গ্রেফতার করে সদর থানা নিয়ে যেতে সক্ষম হয় পুলিশ।