ধর্মনগরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল

বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : লাগামহীন মূল্যবৃদ্ধি, বেকারত্ব, সামাজিক অবিচার, নারী নির্যাতন বেড়ে উঠেছে। বিজেপি সরকার ব্যর্থ বলে ধর্মনগর জেলা কংগ্রেস ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। কংগ্রেস সমর্থকরা শহরের বিভিন্ন দোকান ও পথচারীদের হাতে লিফলেট বিতরণ করে বর্তমান কেন্দ্রীয় সরকারের সমালোচনা এবং নানা প্রশ্ন তুলে ধরেন।

এদিন এক কংগ্রেস কর্মী বলেন, ১১ বছরের ‘মন কি বাত’-এ সাধারণ মানুষের জীবনযন্ত্রণা, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, বেকারত্ব, সামাজিক অবিচার, নারী নির্যাতন, প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা—এসব নিয়ে আলোচনা হয়নি। পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসবাদ দমনের সময় ট্রাম্পের ঘোষণায় যুদ্ধবিরতি কেন, তা নিয়েও প্রশ্ন তুলেন তিনি।

এদিন তিনি আরও বলেন, এডিসি ক্ষমতা বৃদ্ধির বিল ও রোমান স্ক্রিপ্টে ককবরক লিপি নিয়ে সরকার দ্বিচারিতা করছে। পাশাপাশি, সংবিধানে আঘাত, ইডি-সিবিআই ব্যবহার করে বিরোধীদের হয়রানি করা হচ্ছে। তাই এর বিরুদ্ধে জনগণকে একত্রে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছে। দেশের ঐক্য, সংহতি ও গণতন্ত্র রক্ষায় বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করে কংগ্রেসকে শক্তিশালী করতে সবাইকে একতাবদ্ধ হতে হবে।

Spread the News
error: Content is protected !!