বরাকের তিন জেলা সভাপতি সহ প্রদেশ কমিটি গঠন কংগ্রেসের
বরাক তরঙ্গ, ৬ জুলাই : বরাকের তিন জেলা কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দির জেলা সহ ৩৫টি জেলার সভাপতি ও বিভিন্ন স্তরের পদাধিকারীদের রদবদল করা হল। অসম প্রদেশ কংগ্রেসের নয়া পূর্ণাঙ্গ কমিটি ও জেলা সভাপতিদের তালিকা প্রকাশ করল হাইকমান্ড।
জল্পনার অবসান ঘটিয়ে বরাকের তিন জেলার সভাপতির নাম ঘোষণা হয়। শিলচর কংগ্রেসের নয়া সভাপতি সজল আচার্য। ‘করিমগঞ্জ’ কংগ্রেসের জেলা সভাপতি হলেন তৃণমূল স্তর থেকে উঠে আসা তাপস পুরকায়স্থ। হাইলাকান্দিতে ভারপ্রাপ্ত জেলা সভাপতি ইশাক আলি বড়ভূইয়াকে স্থায়ী দায়িত্ব দেওয়া হয়।
এ দিকে, কাছাড় জেলা থেকে অসম প্রদেশ কংগ্রেস কমিটির নব গঠিত কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের অ্য়াফিয়ার্স পলিটিক্যাল কমিটিতে রয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অরুণ দত্তমজুমদার ও প্রাক্তন মন্ত্রী অজিত সিং। সহ-সভাপতি শরিফ-উজ জামান লস্কর। সাধারণ সম্পাদক প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। সম্পাদক প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ পাল, তমালকান্তি বণিক, যুব নেতা জাবেদ আক্তার লস্কর ও ধ্রুবজ্যোতি পুরকায়স্থ।