পাথারকান্দিতে কংগ্রেস ত্যাগ অব্যাহত

পাথারকান্দিতে কংগ্রেস ত্যাগ অব্যাহত

বরাক তরঙ্গ, ১৪ এপ্রিল : দলবদল অব্যাহত রয়েছে পাথারকান্দিতে।পয়লা বৈশাখের দিন পাথারকান্দি বিধানসভার লোয়াইরপোয়া ব্লকের বালিপিপলা জিপির শতাধিক ভোটার কংগ্রেস ছেড়ে বিজেপির তরিতে উঠলেন।

স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালের উন্নয়ন কাজকর্ম দেখে অনুপ্রেরণিত হয়ে জিপির মানিকবন্দ টাঙ্গিয়ার গ্রামের গ্রাম প্রধান গোপীমোহন হালাম ও চন্দ্ররিন হালামের নেতৃত্বে প্রায় ১০০ পরিবার কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দেন।

এ উপলক্ষে আয়োজিত যোগদান  সভায় নবাগতদের দলে বরণ করেন কিষাণ মোর্চার করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি অমিতাভ দে, বালিপিপলা জিপির প্রাক্তন সভাপতি মিলন দাস, লোয়াইরপোয়া মণ্ডলের উপজাতি মোর্চার সভাপতি মুক্তা চড়াই, কিষাণ মোর্চার জেলা কমিটির সদস্য সামূয়েল চড়াই, মণি সালাম, প্রমেশ দাস, জেমশ হালাম প্রমুখ।

Author

Spread the News