সোনাই রোডের রাস্তা ও ড্রেনের কাজে অনিয়ম, পরিদর্শন কংগ্রেস প্রতিনিধি দলের

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ মার্চ : শিলচর সোনাই রোডের নির্মীয়মান রাস্তা ও ড্রেনের কাজের অনিয়ম নিয়ে রবিবার অভিজিৎ পালের নেতৃত্বে শিলচর জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল এলাকার সরেজমিন পরিদর্শন করে নির্মাণ কাজের গুণগত মান সহ অন্যান্য বিভিন্ন বিষয় ক্ষতিয়ে দেখেন। এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ে কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সংবাদ মাধ্যমকে বলেন, NHIDCL-এর অধীনে শিলচর সোনাই রোড এলাকায় রাস্ত ও ড্রনের নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এতে বিগত ৬ মাস ধরে এলাকার জনগণ চরম দুর্ভোগে দিন কাটানোর পাশাপাশি ব্যবসা-বাণিজ্য লাটে উঠলেও বিভাগকে সহযোগিতা করে যাচ্ছেন। যাতে করে আগামীতে স্থানীয়রা একটি ভালো রাস্তা দিয়ে যাতায়াত করার সুবিধা ভোগ করতে পারেন। কিন্তু দীর্ঘদিন যাবৎ নির্মীয়মাণ কাজের গুণগত মান নিয়ে জনগণের মনে সংশয় দেখা দিয়েছে। কাজের চরম অনিয়মের কথা তুলে ধরে এলাকার মানুষ দীর্ঘদিন যাবৎ নানা আন্দোলন ও সভা-সমিতি করে আসলেও সমস্যার সুরাহা হয়নি। বিষয়টি জেলা কংগ্রেসের নজরে আসলে দলের এক প্রতিনিধি দল সোনাই রোডের নির্মীয়মান কাজের সরেজমিন পরিদর্শন করেন। এবং এই পরিদর্শনে গিয়ে তাঁরা দেখতে পান সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ শুরু করা হয়েছে। রাস্তা থেকে প্রায় ২/৩ফুট নীচে ড্রেন নির্মাণ করা হয়েছে। ফলে রাস্তা ও ড্রেনের মধ্যে থাকা গ্যাপে অনেক দুর্ঘটনা আগামীতে সংঘঠিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

এছাড়াও ড্রেনের নীচের জায়গা উঁচু করে দেওয়ায় আসন্ন বর্ষার মশরুমে স্থানীয়দের ঘরে জল প্রবেশ করবে বলেও ধারণা তাঁদের। অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ শুরু করায় আগামীতে সোনাই রোডের জনগণ কৃত্রিম বন্যার কবলে পড়ে জলের নীচে থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কংগ্রেস প্রতিনিধি দলের সদস্যরা। তাঁরা জানান, কাজ অতি নিম্নমানের হওয়ায় স্থানীয় জনগণ সহ ব্যবসায়ীরা নিজের পকেটের টাকা খরচ করে নির্মাণ কাজের বিভিন্ন সামগ্রী কিনে দিয়েছেন। শুধু তাই নয় ড্রেন ও রাস্তার কাজে কিছু কিছু ক্ষেত্রে স্থানীয়রা নিজে রোড বসিয়ে কাজে হাত দিতে বাধ্য হয়েছেন। এদিন এলাকার পরিদর্শন করে গোটা বিষয়টি ক্ষতিয়ে দেখে কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল আগামী বুধবার NHIDCL কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে নির্মাণ কাজের অনিয়ম তাঁর নজরে তুলে ধরবেন বলেও এদিন স্থানীয়দের আশ্বাস দিয়েছেন।

সোনাই রোডের রাস্তা ও ড্রেনের কাজে অনিয়ম, পরিদর্শন কংগ্রেস প্রতিনিধি দলের
সোনাই রোডের রাস্তা ও ড্রেনের কাজে অনিয়ম, পরিদর্শন কংগ্রেস প্রতিনিধি দলের

Author

Spread the News