শিলচরে ফ্লাইওভারের জন্য বাজেটে অর্থ বরাদ্দ নিয়ে উদ্বিগ্ন কংগ্রেস
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ মার্চ : শিলচরের প্রস্তাবিত ফ্লাইওভার নিয়ে উদ্বিগ্ন শিলচর জেলা কংগ্রেস কমিটি। ফ্লাইওভার আদৌ বাস্তবায়ন হবে কিনা, সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। তাঁর কথায়, সম্প্রতি ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে শিলচরের দু’টি ফ্লাইওভার নির্মাণের জন্য ৭০০ কোটি বরাদ্দ হয়েছে। এভাবে বাজেটে বরাক উপত্যকার বিভিন্ন প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হয় এবং ঢাক-ঢোল বাজিয়ে ঘোষণা করা হয়। কিন্তু বাস্তবে সেই প্রকল্পের অস্তিত্ব নেই। রবিবার শিলচর জেলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এসব অভিযোগ করে অভিজিৎ পাল বলেন, ২০২২ সালে ফ্লাইওভার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু আজ অবধি বলতে গেলে কোন অগ্রগতিই হয়নি। কিছুদিন আগে এনিয়ে জনগণের মতামত নেওয়া হয়েছে। গুয়াহাটি বা অন্য এলাকায় ফ্লাইওভার নিয়ে বাজেটে অর্থ বরাদ্দ দেখা যায় না। গুয়াহাটি, নগাঁও, যোরহাটে ফ্লাইওভার নির্মাণ হচ্ছে। কিন্তু এরজন্য বাজেটে অর্থ বরাদ্দের দৃষ্টান্ত দেখা যায় না। নাগরিক ডেকে মতামত নেওয়া দেখা যায় না। শুধু শিলচরের ক্ষেত্রে বাজেটে অর্থ বরাদ্দ করা দেখানো হচ্ছে। আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলচরবাসীকে এসব মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বাজেটে বরাক উপত্যকাকে বঞ্চিত রাখা হয়েছে। বাজেটে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের জন্য মাত্র ১০৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে। একই বাজেটে এর বিপরীতে বড়োল্যান্ডের জন্য বরাদ্দের পরিমাণ ১১৪৩ কোটি, কার্বি আংলঙ স্বায়ত্ব শাসিত পরিষদের উন্নয়নে ৬২১ কোটি এবং উত্তর কাছাড় পার্বত্য স্বায়ত্ব শাসিত পরিষদের উন্নয়নে ৩০৬ কোটি বৃহৎ সংখ্যক অর্থ বরাদ্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, বরাক উপত্যকার উন্নয়নে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রকল্পগুলো এখন পর্যন্ত হিমঘরে পড়ে রয়েছে। বাজেটে ফ্লাই ওভারের জন্য ৭০০ কোটি, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগে ১০৫ কোটি টাকা এবং শনবিলের উন্নয়নে ১০০ কোটি টাকা বরাদ্দ ছাড়া আর কিছুই নেই। অভিজিৎ বলেন, বিগত দশ বছরে প্রতিটি ক্ষেত্ৰে বরাক উপত্যকাকে বঞ্চিত করা হয়েছে।বিগত দশ বছরে বাজেটে যেসব প্রকল্প নেওয়া হয়েছিল তা কি কি বাস্তবায়ন হয়েছে এর জবাব বিধায়ক-মন্ত্রীকে দেওয়ার আহ্বান জানান তিনি। অভিজিৎ বলেন, রাজ্যের প্রতিজন লোকের মাথায় ৬২ হাজার টাকা ঋণ চাপিয়ে দেওয়া হয়েছে। নমামি বরাক থেকে শুরু করে শিলচরে অনুষ্ঠিত মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের ক্যাবিনেট বৈঠকে যেসব ঘোষণা করা হয়েছিল, তার বাস্তবায়ন দেখা যায়নি।

তিনি বলেন, শিলচর শহরের ড্রেনেজ ব্যবস্থা,তারাপুর শিবাবাড়ি রোডে উড়াল সেতু, পানীয়জল সরবরাহ, মহাসড়কের নির্মাণ কাজ, জেলা গ্রন্থাগার, বরাক খনন, এডিআর পরীক্ষায় যুবক যুবতীকে বঞ্চিত, পাঁচগ্রাম পেপার মিল নিয়ে প্রতিশ্রুতি ইত্যাদি বাস্তবায়ন হতে দেখা যায় নি বলে উল্লেখ করেন তিনি। এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তাপস দাস, সহ-সভাপতি সীমান্ত ভট্টাচার্য, ইয়ং ব্রিগেডের অর্ক সাহা, জাভেদ আখতার লস্কর, তাহের আহমেদ প্রমুখ।