গৌরব, নতুন করে অক্সিজেন পেল কংগ্রেস : অভিজিৎ

বরাক তরঙ্গ, ২৭ মে : সাংসদ গৌরব গগৈ প্ৰদেশ কংগ্ৰেস সভাপতি মনোনীত হওয়ায় উৎফুল্লিত শিলচর জেলা কংগ্রেসিরা। আনন্দে বাজি-পটকা ফাটিয়ে রাস্তায় মিষ্টি বিতরন কংগ্ৰেসিদের। মঙ্গলবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে নেতা-কর্মীরা আনন্দে মশগুল ছিলেন। গৌরব গগৈ জিন্দাবাদ ধ্বনি মুখরিত হয় কংগ্রেস কার্যালয়ের চত্বর।

গৌরব গগৈ নেতৃত্বে আগামী দিনে কংগ্রেস আরও শক্তিশালী হবে বলে জানান অভিজিৎ পাল। তিনি আরও বলেন, গৌরব গগৈ অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি মনোনীত হওয়ায় মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন, কারণ ২০২৬ নির্বাচনে কংগ্রেস দল বৃহৎ আকারে জয়লাভ করবে এবং বিজেপি শূন্য হয়ে যাবে। তিনি বলেন, গৌরব গগৈ সভাপতি হওয়ায় কংগ্রেস নতুন করে অক্সিজেন পেয়েছে। আগামী নির্বাচনে কংগ্রেস বিধানসভা দখল করবে বলে পরিস্কার জানিয়ে দেন।

গৌরব, নতুন করে অক্সিজেন পেল কংগ্রেস : অভিজিৎ
Spread the News
error: Content is protected !!