এপিএসসি উত্তীর্ণ লোয়াইরপোয়ার মীনাক্ষীকে সংবর্ধনা
বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : এপিএসসিতে নজর কাড়া সাফল্য লোয়াইরপোয়ার মীনাক্ষীর। ভাসছেন সংবর্ধনার জুয়ারে। ভারত মাতার ছবি সহ উত্তরি পড়িয়ে সংবর্ধনা প্রদান করলেন লোয়াইরপোয়া জেলা পরিষদ সদস্যরা প্রতিনিধি তথা জেলা কৃষাণ মোর্চার সভাপতি অমিতাভ দে সহ স্থানীয় বিশিষ্টজনেরা। এপিএসসি পরীক্ষায় বাজিমাত করলেন পাথারকান্দির লোয়াইরপোয়া ব্লকের প্রত্যন্ত এলাকার হাতাইয়ারবন্দ গ্রামের মীনাক্ষী বারি। এমন খবরে বেজায় খুশি এলাকার শিক্ষানুরাগী মহল। তাঁর এই কৃতিত্বে স্থানীয় অনেকেই তাকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।
মীনাক্ষী জানান, তাঁর স্কুল জীবন শুরু হয় হাতিখিরা পাব্লিক ইংলিশ স্কুল থেকে।পরবর্তীতে তিনি হাইস্কুল শিক্ষা সমাপ্ত করেন পাথারকান্দি মডেল ইংলিশ স্কুল থেকে।অতপর তিনি করিমগঞ্জ কলেজে ভর্তি হন। সেখানে থেকে তিনি উচ্চ মাধ্যমিক শেষে স্নাতক ডিগ্ৰী লাভ করেন। স্নাতকে বায়োটেকনোলজি নিয়ে স্বর্ণ পদক পেয়ে উত্তীর্ণ হন। পরে শিলচর আসাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।বিশ্ববিদ্যালয় পাঠ সমাপ্ত করে তিনি করিমগঞ্জ কলেজে কিছুদিন অধ্যাপনা করেন। পরে তিনি এপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। এতে তিনি দ্বিতীয় প্রচেষ্টায় সফলতা লাভ করেন। এই পরীক্ষায় মীনাক্ষীর র্যঙ্কিং নম্বর আট।তাঁর এই সফলতার নেপথ্যে বাবা রাজেন্দ্র প্রসাদ বারি ও মা গীতা বারির যথেষ্ট অবদান রয়েছে।
তিনি বলেন, নিজের স্বপ্ন ছিল একজন দক্ষ শিক্ষক হওয়ার।কিন্তু হঠাৎ করে তাঁর গতিপথ বদলে যায়। ঠাকুরের উপর যথেষ্ট আস্থা রয়েছে। ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার জন্য ভগবানের আশীর্বাদ কামনা করেন।রবিবার তার বাড়িতে গিয়ে সংবর্ধনা জানান করিমগঞ্জ জেলা বিজেপি কিষান মোর্চার সভাপতি অমিতাভ দে, অবসর প্রাপ্ত শিক্ষক শঙ্করপ্রসাদ লোহার, লোয়াইরপোয়া মণ্ডল কিষান মোর্চার সভাপতি স্বপন দাস ও লোয়াইরপোয়া আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা সোনালী চৌধুরী সহ যুব মোর্চার সদস্য বিরাজ পাল শম্ভু চন্দ প্রমুখরা।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।