এনএম গুপ্ত ফুটবল টুর্নামেন্ট সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংবর্ধনা দীপায়নের

বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : ৩৩তম ক্যাপ্টেন এনএম গুপ্ত ফুটবল টুর্নামেন্ট সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায়  সফলভাবে ক্রীড়া সাংবাদিক, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উপ-কমিটির আহ্বায়ক এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সম্মানিত করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বৃহস্পতিবার কৃতজ্ঞতা জানাতে এক অনুষ্ঠানের আয়োজন করেন বিধায়ক। 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে টুর্নামেন্ট আয়োজক কমিটির কার্যকরী চেয়ারম্যান বিধায়ক দীপায়ন চক্রবর্তী কমিটির কর্মকর্তাদের কঠোর পরিশ্রম এবং সমন্বয়ের প্রশংসা করেন। বলেন, তাদের প্রতিশ্রুতি টুর্নামেন্টটির মর্যাদা বৃদ্ধি করেছে। তিনি বলেন, “আমি আনন্দিত যে টুর্নামেন্টটি অত্যন্ত সফল হয়েছে এবং এটি অনেক দর্শককে আকর্ষণ করেছে।” তিনি আয়োজক কমিটির চেয়ারম্যান, প্রাক্তন সাংসদ ডাঃ রাজদীপ রায়ের প্রশংসা করেন। বিধায়ক ভবিষ্যতেও এমন সহযোগিতা এবং সমর্থনের আশা প্রকাশ করেন এবং দলের সদস্যদের অনুপ্রাণিত করেন যাতে তাঁরা এই অঞ্চলে ক্রীড়া প্রচারের ক্ষেত্রে তাদের গতি বজায় রাখে।

এনএম গুপ্ত ফুটবল টুর্নামেন্ট সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংবর্ধনা দীপায়নের
বক্তব্য রাখছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী।

ডিএসএ-র সভাপতি শিবব্রত দত্ত দীপায়ন চক্রবর্তীর প্রশংসা করেন এমন একটি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য। তিনি বলেন, “আমরা আনন্দিত যে আমরা ছয় বছরের বিরতির পর এমন একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছি। সকলের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।” তিনি অভ্যর্থনা কমিটি এবং ২৬টি উপ-কমিটিরও প্রশংসা করেন। বক্তারা চন্দন শর্মারও প্রশংসা করেন।

এনএম গুপ্ত ফুটবল টুর্নামেন্ট সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংবর্ধনা দীপায়নের

অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আতনু ভট্টাচার্য (টুর্নামেন্টের আহ্বায়ক), সহসভাপতি সুবিমল ধর, কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী প্রমুখ। তাঁরা স্থানীয় ক্রীড়া সম্প্রদায়ের উপর টুর্নামেন্টের প্রভাব নিয়ে গর্বের অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুকেন সরকার।

এনএম গুপ্ত ফুটবল টুর্নামেন্ট সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংবর্ধনা দীপায়নের

Author

Spread the News