গান্ধী শান্তি প্রতিষ্ঠানের মেধা পরীক্ষা অনুষ্ঠিত

বরাক তরঙ্গ, ১৫ ডিসেম্বর : স্বাধীনতা সংগ্রামী শচীন্দ্রমোহন দত্ত ও সরোজকুমার দাসের স্মৃতিতে শিলচর গান্ধী শান্তি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল বার্ষিক মেধা পরীক্ষা। প্রতি বছরের ন্যায় এবছরও পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য মেধা পরীক্ষার আয়োজন করা হয়েছিল রবিবার সকাল সাড়ে দশটায় স্থানীয় শ্যামাপ্রসাদ রোডের রাষ্ট্রভাষা বিদ্যাপীঠে। শহরের বিভিন্ন বিদ্যালয়ের মোট ৬৫ জন ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। অভিভাবকদের মধ্যে বিশেষ উৎসাহ পরিলক্ষিত হতে দেখা গেছে।

এই মেধা পরীক্ষায় পঞ্চাশ শতাংশ নম্বর প্রাপ্ত ছাত্রছাত্রীদের আগামী ৩০ জানুয়ারি সকাল সাড়ে আটটার সময় মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস বা জাতীয় শহিদ দিবসের অনুষ্ঠানে শংসাপত্র এবং পুরষ্কার প্রদান করা হবে। মেধা পরীক্ষায় শিলচর গান্ধী শান্তি প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অশোককুমার দেব, সহসম্পাদক অতনু চৌধুরী, উপসভাপতি সুকল্পা দত্ত, উপদেষ্টা উপালী পুরকায়স্থ, কার্যকরী সদস্য অমিত নাথ, চন্দনা দে, অনিতা বসু, রূপশ্রী পুরকায়স্থ, এবং সানন্দা চৌধুরী।

গান্ধী শান্তি প্রতিষ্ঠানের মেধা পরীক্ষা অনুষ্ঠিত
Spread the News
error: Content is protected !!