ফুলবাড়িতে আয়োজিত তিনদিবসীয় মোয়াল্লিম প্রশিক্ষণ শিবির সম্পন্ন
বরাক তরঙ্গ, ২২ মে : ছবাহি মক্তব শিক্ষা হচ্ছে ইসলামিক প্রাথমিক শিক্ষা। ছবাহি মক্তবের সঠিক শিক্ষা দানের জন্য প্রশিক্ষণ প্রাপ্ত মোয়াল্লিমের প্রয়োজন। প্রত্যেক মহল্লায় ছবাহি মক্তবে সুষ্ট এবং সুন্দর শিক্ষাদানের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানালেন উত্তর পূর্ব ভারতের আমিরে শরিয়ত মওলানা ইউসুফ আলি। সোমবার উত্তর ত্রিপুরা জেলার ফুলবাড়িতে আয়োজিত তিনদিবসীয় মোয়াল্লিম প্রশিক্ষণ শিবিরের প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখছিলেন তিনি।
আমিরে শরিয়ত মওলানা ইউসুফ আলি আরও বলেন, প্রশিক্ষণ ছাড়া সঠিক ভাবে কিছু করা সম্ভব হয় না। মোয়াল্লিম প্রশিক্ষণের যথেষ্ট গুরুত্ব রয়েছে।বিশুদ্ধ ভাবে কোরআন পাঠের জন্য মসজিদ সমুহে উপযুক্ত ইমামের প্রয়োজন। উপযুক্ত মোয়াল্লিম ছাড়া ছবাহি মক্তবে সঠিক শিক্ষা সম্ভব নয়। বর্তমানে যেহারে জিনিষ পত্রের মূল্যবৃদ্দি হচ্ছে,তাতে ইমামদের বেতন কম দেওয়া ঠিক নয়। মসজিদের ইমামদের বেতন বিবেচনার মাধ্যমে দেওয়ার অনুরোধ জানান তিনি। গোটা মুসলিম জাতিকে কোরান এবং হাদিসের প্রদর্শিত পথ আকড়ে ধরে দৈনন্দিন জীবন যাপনের পরামর্শ দেন তিনি। মোয়াল্লিম প্রশিক্ষণ আয়োজনের জন্য উদ্যোক্তাদের প্রতি ধন্যবাদ জানান আমিরে শরিয়ত।
প্রসঙ্গত ধর্মনগর জেলা এমারতে শরয়িয়াহ ও নদওয়াতুত তামিরের উদ্যোগে ফুলবাড়ি বড় মসজিদে শনিবার থেকে তিন দিবসীয় মোয়াল্লিম (ইমাম) প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা নির্ধারিত কার্যসূচি অনুযায়ী তিনদিনের প্রশিক্ষণ শিবির সোমবার প্রকাশ্য সমাবেশের মাধ্যমে সম্পন্ন হয়। প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন মসজিদ থেকে ৫৫ জন মোয়াল্লিম অংশ নেন। প্রকাশ্য সমাবেশে শিবিরে অংশ নেওয়া প্রত্যেক মোয়াল্লিমকে উপহার সামগ্রী সহ সার্টিফিকেট প্রদান করা হয়। এদিন শিবির এবছরের ছবাহি মক্তব ফাইনাল পরীক্ষায় কৃতীত্ব অর্জনকারি দুজন কৃতী পড়ুয়াকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
উল্লেখ্য মূলত মক্তবের ছাত্রছাত্রীদের পড়াশোনায় গতি আনার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং ইমাম সাহেবদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকরা পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদেরকে সেই পদ্ধতির মাধ্যমে পাঠদান দিয়ে থাকেন। এতে করে ছাত্রছাত্রীরা দারুনভাবে উপকৃত হয়ে থাকে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় সঠিক পদ্ধতির মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে পাঠ দান দেওয়ার লক্ষ্যে এই শিবিরের আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
মোয়াল্লিম প্রশিক্ষণ শিবিরের প্রকাশ্য সমাবেশে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য নদওয়ার সভাপতি মওলানা মুহাম্মদ আব্দুল্লাহ, ত্রিপুরা রাজ্য নদওয়ার সম্পাদক মওলানা জাকির হুসাইন আল-জলিলি, সম্পাদক আবুল কালাম, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মওলানা নূর হোসাইন চৌধুরী, ধর্মনগর জেলা নদওয়ার সভাপতি মওলানা আবু সালেহ ইয়াহইয়া, প্রাক্তন সভাপতি মওলানা আব্দুল মজিদ, সহ-সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক মওলানা এটিএম জালাল আহমেদ, , মাওলানা সাইফুদ্দিন, মওলানা একলাছ উদ্দিন, মাওলানা হাবিবুল্লাহ, মওলানা সেলিম মিয়া, মওলানা রিয়াজ উদ্দিন আল জলিলি সহ অন্যান্যরা।