শ্রীভূমিতে ব্যালট বক্সের দ্বিতীয় রেন্ডমাইজেশন সম্পন্ন
জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৩ এপ্রিল : শ্রীভূমি জেলায় পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের জারি করা গাইড লাইন অনুসারে শ্রীভূমি জেলার ১১৪৩টি ভোট কেন্দ্রের জন্য বরাদ্দ ভোটের বাক্সগুলির ব্যবহার নির্ধারণ করে দিতে মঙ্গলবার সন্ধ্যায় জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে ব্যালট বক্স বা ভোটের বাক্সগুলির রেন্ডমাইজেশন সম্পন্ন হয়েছে।
এদিন শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, চার জন নির্বাচনী পর্যবেক্ষক ক্ষিতিশচন্দ্র পেগু, ধর্মকান্ত মিলি, ড. দেবজিৎ খানিকর ও সাজ্জাদ আলম সহ রামকৃষ্ণ নগরের সম জেলা আয়ুক্ত নিলোৎপল পাঠক, এডিসি উদয় শঙ্কর দত্ত, ইলেকশন অফিসার রৌসিনুল আলম, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অন্বেষা খেরসা এবং রাজনৈতিক দলের কর্মকর্তা ও মেটেরিয়াল সেলের কর্মকর্তাদের উপস্থিতিতে ন্যাশনাল ইনফরমেটিক সেন্টারের ডিআইও রিতেশ কুমার শ্রীবাস্তব রেন্ডমাইজেশন প্রক্রিয়া সম্পন্ন করেন।
