হাইলাকান্দিতে নিতি আয়োগের সম্পূর্ণতা অভিযান সম্পন্ন

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : নীতি আয়োগ ঘোষিত উচ্চাকাঙ্ক্ষী জেলা হিসেবে হাইলাকান্দি জেলায় সম্পূর্ণতা অভিযান সম্পন্ন হয়েছে। উচ্চাকাঙ্ক্ষী জেলা হিসেবে পিছিয়ে পড়া  হাইলাকান্দি জেলার পাঁচটি বিভাগের সামগ্রিক বিকাশ সুনিশ্চিত করতে এই অভিযান গত ৩ জুলাই তারিখে হাইলাকান্দিতে  শুরু হয়। জেলায় গত ৩০ সেপ্টেম্বর এই অভিযান সম্পন্ন হয়েছে। যে পাঁচটি বিভাগে এই সম্পূর্ণতা অভিযান চালানো হয়েছে সেগুলো হল স্বাস্থ্য, শিক্ষা, সমাজকল্যাণ, কৃষি এবং রাজ্যিক গ্রামীণ জীবিকা মিশন। জেলার দক্ষিণ হাইলাকান্দি উন্নয়ন খন্ডকে কেন্দ্র করে এই সম্পূর্ণতা অভিযান পাঁচটি বিভাগীয় ক্ষেত্রের স্থির করা লক্ষ্যমাত্রার ১০০ শতাংশ অর্জন করে সফলতা লাভ করে। সম্পূর্ণতা অভিযানের সমাপনী উপলক্ষে রবিবার হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়।

জেলা আয়ুক্তের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে এই অভিযানে শামিল বিভিন্ন বিভাগের ফিল্ড লেভেলের প্রথম সারির ১৮ জন কর্মচারীদেরকে পুরস্কৃত করা হয়। ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার  এল্ডাড ফাইরিম এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে দুই এডিসি ত্রিদিপ রায় এবং দীপ মালা গোয়ালা অংশ নেন।

Author

Spread the News