সাঁই বিকাশ বিদ্যা নিকেতনে গ্রীষ্মকালীন চার দিবসীয় কর্মশালা সম্পন্ন

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ জুলাই : শিলচর সাঁই বিকাশ বিদ্যা নিকেতনের উদ্যোগে গ্রীষ্মকালীন চার দিবসীয় অঙ্কন, সঙ্গীত ও নৃত্যের কর্মশালা সম্পন্ন হল। ৯ জুলাই থেকে শুরু হওয়া কর্মশালা আজ শুক্রবার সমাপ্তি ঘটে। শিলচর সোনাই রোডের সাঁই বিকাশ বিদ্যা নিকেতনের ব্যবস্থাপনায় গ্রীষ্মকালীন চার দিবসীয় অঙ্কন, সঙ্গীত ও নৃত্যের  কর্মশালায় অংশ নেন কাছাড় জেলার বিভিন্ন স্কুল থেকে আসা ছাত্রছাত্রীরা।

সাঁই বিকাশ বিদ্যা নিকেতনে গ্রীষ্মকালীন চার দিবসীয় কর্মশালা সম্পন্ন

৯ জুলাই চার দিবসীয় গ্রীষ্মকালীন কর্মশালার সূচনা করেন ডিরেক্টর বিএম নাইডু ও ভাইস প্রিন্সিপাল সত্যজিৎ দাস। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে আর্ট অ্যান্ড ক্রাফটের প্রশিক্ষক পূজা পাণ্ডে, সঙ্গীতের প্রশিক্ষক গোপা পাল, নৃত্যের প্রশিক্ষক নবনীতা দেব প্রমুখ উপস্থিত ছিলেন। সহযোগিতায় ছিলেন শিক্ষক পঙ্কজ শীল, তনুশ্রী পুরকায়স্থ, হিরন্ময়ী ধর, ঋশিকা ভূঁইয়া, মৌমিতা দেব। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন উত্তম ঘোষ।

Author

Spread the News