বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ল
১ ডিসেম্বর : প্রতিমাসের শুরুতেই তেল সংস্থাগুলি রান্নার গ্যাসের (Cooking Gas) দাম নির্ধারণ করে থাকে। এক্ষেত্রে কোন কোন মাসে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পায়, আবার কোন কোন মাসে তা কমে যায়। মূলত আন্তর্জাতিক বাজারের দামের ভিত্তিতে প্রতি মাসে রান্নার গ্যাসের দাম (LPG) সিলিন্ডার প্রতি নির্ধারণ করা হয়ে থাকে।
ডিসেম্বর মাসের শুরুতে রান্নার গ্যাসের দাম নির্ধারণ করতে গিয়ে গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করেছে। সংস্থার তরফ থেকে দাম বৃদ্ধির বিষয়ে যে ঘোষণা করা হয়েছে তা থেকে জানা যাচ্ছে, ডিসেম্বর মাসে গ্রাহকদের সিলিন্ডার প্রতি ২২ টাকা ৫০ পয়সা বেশি খরচ করতে হবে। মাসের মাঝে আর কোন দাম পরিবর্তন না হলে বর্ধিত এই দামেই এই বছর শেষ হবে।
সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম অবশ্য বৃদ্ধি করা হয়েছে বাণিজ্যিকভাবে ব্যবহৃত রান্নার গ্যাসের জন্য। ১৯ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের উপর ২২.৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে।