তেজপুরে শহিদ কনকলতা বরুয়া স্মরণ
বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : শহিদুল দিবসে দেশের স্বাধীনতা আন্দোলনের অমর শহিদ কনকলতা বরুয়াকে স্মরণ করল তেজপুর কনকলতা জন্মবার্ষিকী উদযাপন সমিতি ও বরঙ্গাবাড়ি কনকলতা বরুয়া স্মৃতি রক্ষা সমিতি। ২০ সেপ্টেম্বর কনকলতা বরুয়া আদর্শ গার্লস হাইস্কুলের প্রেক্ষাগৃহে মর্যাদা সহকারে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহিদ দিবস পালন করে যৌথভাবে দুই সংগঠন।
স্মৃতি রক্ষা সমিতির সভাপতি সিদ্ধেশ্বর হাজরিকার সভাপতিত্বে শুরু হয় কর্মসূচি। এ দিনের আলোচনা সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিতেন্দ্র চালিহা। তিনি বক্তব্যে শহিদ কনকলতার বিপ্লবী জীবনের নানা দিক তুলে ধরেন। সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন জন্মশতবর্ষ উদযাপন কমিটি গুয়াহাটির পল্লব পেগু। নির্দিষ্ট বক্তা হিসেবে মঞ্চে ছিলেন নিলাক্ষী ভূঁইয়া।
স্মরণ অনুষ্ঠানে কবিতা পাঠ রুবি বরা ও সঙ্গীত পরিবেশন করেন যাদব চালিহা ও নামাঞ্জলী বরুয়া। সভায় উপস্থিত ছিলেন লেখিকা সমারোহ সমিতির সভানেত্রী রেণু শইকিয়া, সম্পাদিকা কবিতা শইকিয়া, পরিক্ষী রাজখোয়া, নবরূপরার সভানেত্রী ভারতী বরুয়া, সম্পাদিকা সুস্মিতা বরা, জাতীয় বিদ্যালয়ের সঞ্চালিকা যামিনী শর্মা, শিক্ষাবিদ দ্বিজেন ভূঁইয়া, প্রদীপ দত্ত, সার সুরভিরর সম্পাদক তরণী দে, কুনোমাই দাস, অনুপম বরা যমুনা বরা সহ কনকলতা আদর্শ গার্লস হাইস্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে বিশিষ্ট শিল্পী বিজয় বরা ও শিক্ষিকা অপরাজিতা বরা সহ স্কুলের ছাত্রীরা সঙ্গীত পরিবেশন করেন।
তাজপুরের বিশিষ্ট নাগরিক অজয় আচার্য, মাধুর্য গগৈ দেবের উদ্যোগে জন্মশতবর্ষ উদযাপন সমিতি তেজপুর সম্পাদক নয়নমণি চৌধুরী ও স্মৃতি রক্ষা সমিতির সম্পাদক অভিজিৎ বরুয়া এই কর্মসূচির আয়োজন করেন।