গভীর শ্রদ্ধার সঙ্গে একাদশ শহিদ স্মরণ পাথারকান্দিতে

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৯ মে : গভীর শ্রদ্ধার সঙ্গে একাদশ শহিদ দিবস পালিত হল পাথারকান্দিতে। রবিবার শহিদ বেদীতে মাল্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ, ঊনিশের চেতনাকে জাগ্রত করতে শোভাযাত্রা, ও সন্ধ্যায় সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার পাথারকান্দি শহিদ সংরক্ষন কমিটি। এ উপলক্ষ্যে এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ স্থানীয় রবীন্দ্রভবনের স্থায়ী শহিদ স্মৃতি সৌধের সম্মুখস্থল থেকে বর্ণাঢ্য এক শোভাযাত্রা  শুরু হয়ে সমস্ত শহর পরিক্রমন করে ফের রবীন্দ্রভবনে এসে এসে হয়। এতে মাতৃভাষার টানে সাত থেকে সত্তরের  আবাল বৃদ্ধ বনিতাদের হাতে বেশকিছু প্লে-কার্ড নিয়ে ‘মাতৃভাষা জিন্দাবাদ’, ‘বাংলাভাষা জিন্দাবাদ’ ‘শহিদ তোমায় আমরা ভুলিনি, ভুলবো না’, ‘ভাষা শহিদ অমর রহে’ ভাষায় নামে এসব স্লোগানে কাঁপিয়ে তুলেন গোটা শহর।

এতে পাথারকান্দি মণ্ডল যুবমোর্চার বেশকিছু কর্মকর্তা থেকে শুরু করে স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা সহ ভাষাপ্রেমী বিশিষ্ট ব্যক্তিবর্গদের ও পা মেলাতে দেখা গেছে। পরবর্তীতে শোভাযাত্রা শেষে পৃথক পৃথকভাবে স্থানীয় চতুরঙ্গ সংগঠন, হলি চিলড্রেন সিনিয়র সেকেন্ডারি স্কুল, পাথারকান্দি মণ্ডল বিজেপি  যুবমোর্চা, নাট্যজন, আমার ভাষা আমার প্রাণ, নিখিল বিষ্ণুপ্রিয়া মহাসভা সহ বিভিন্ন সংগঠন, বিশিষ্ট ব্যক্তিবর্গদের পক্ষ থেকে শহিদ স্মৃতি সৌধে শ্রদ্ধার সঙ্গে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এতে ভাষা শহিদ দিবসকে সামনে রেখে এ অঞ্চলের ভাষাপ্রেমী তথা ভাষা আন্দোলনের প্রেক্ষাপটের তথ্য কাহিনী নবীন প্রজন্মের কাছে তুলে ধরেন স্থানীয় প্রবীণ শিক্ষাবিদ শ্যামাপদ দে। সন্ধ্যায় আয়োজক পাথারকান্দি শহিদ বেদী সংরক্ষন কমিটির পক্ষ থেকে স্থায়ী শহিদ স্মৃতি সৌধের সামনে একাদশ প্রদীপ প্রজ্বলন করা হয়। পাশাপাশি স্থানীয় বিশিষ্ট শিল্পী সহ স্কুল পড়ুয়াদের পরিবেশনায় এক সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে দিনভরব্যাপী অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Author

Spread the News