সামাজিক মাধ্যমে রাধামাধব কলেজ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের নিন্দা কলেজ কর্তৃপক্ষের
বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : শিলচরের ঐতিহ্যবাহী রাধামাধব কলেজে গতকাল অর্থাৎ ১২ আগস্ট বহিরাগত একটি ছেলে ও কলেজ পড়ুয়া এক মেয়ের ঘটনা নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে কিছু বিভ্রান্তিকর সংবাদ পরিবেশিত হয় তার নিন্দা জানায় কলেজ কর্তৃপক্ষ।
এদিকে, বিভিন্ন সামাজিক মাধ্যমে এসব সংবাদ বেরোনোর পর কলেজ কর্তৃপক্ষ বুধবার কলেজের শিক্ষক, অশিক্ষক ও লাইব্রেরি কর্মচারীদের নিয়ে জরুরী সভা আয়োজন করে এবং বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে এধরণের মিথ্যা ও বিভ্রান্তিকর খবর পরিবেশনের নিন্দা জানান।
তাঁরা বলেন, দুইজনের ব্যক্তিগত অথচ বাইরের এক ঘটনাকে অযথা টেনে কলেজে নিয়ে আসা হয়েছে এবং কলেজের সুনামকে কালিমালিপ্ত করা হয়েছে। সেদিনের ঘটনায় শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয় ও কাছাড় কলেজের কিছু ছাত্র অনাকাঙ্খিত ভাবে কলেজে প্রবেশ করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে যা মোটেই কাম্য ছিল না। কলেজের শৈক্ষিক পরিবেশ উন্নত করা ও কলেজে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে সবাইকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী।